লোকাল ট্রেন চলানোর বিষয়ে বাম ছাত্রদের আন্দোলন জলপাইগুড়ি টাউন স্টেশনে




বাম ছাত্র যুব সংগঠন আজ রেল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্মারক লিপি দেয় জলপাইগুড়ি স্টেশন ম‍্যানেজারকে।

দীর্ঘ ১০ মাস থেকে করোনার কারণে দেশের সব জায়গাতে রেল পরিষেবা বন্ধ ছিল। কিন্তু কয়েক মাস আগে জলপাইগুড়ি ছাড়া দেশের বিভিন্ন জায়গায় রেল পরিষেবা খুললেও একমাত্র জলপাইগুড়ির মানুষ রেলের সুবিধা থেকে বঞ্চিত আছেন। জলপাইগুড়ির বিভিন্ন রূটে লোকাল ট্রেন চলাচল বন্ধ হবার ফলে সাধারণ মানুষ থেকে বিশেষ করে হলদিবাড়ী থেকে আসা কাচামালের ছোট ব‍্যবসায়ীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে।

তাই অবিলম্বে জলপাইগুড়ির বিভিন্ন রুটে লোকাল ট্রেন অবিলম্বে চালু করার দাবি রাখেন বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। এছাড়াও আরও কয়েকটি রেলের বিষয়ে স্মারক লিপি তারা তুলে দেন।

সংগঠনের সম্পাদক প্রদীপ দে বলেন অবিলম্বে লোকাল ট্রেন জলপাইগুড়ি থেকে চালাতে হবে।পাশাপাশি সুপার ফাষ্ট ট্রেনও চালাতে হবে। না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।