ধূপগুড়ির মর্মান্তিক ভয়াবহ পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর-মুখ্যমন্ত্রীর, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর 



মধুসূদন রায়, ধূপগুড়ি: মঙ্গলবার রাত পৌনে দশটা নাগাদ ধূপগুড়ির  লাল স্কুল সংলগ্ন এলাকায় বোল্ডার বোঝাই ট্রাকের সাথে টাটা মেজিক ও মারুতি ভ্যানের সংঘর্ষে মৃত  ১৪,গুরুতর আহত বেশ কয়েকজন । স্থানীয় সূত্রে জানা গেছে, বোল্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বোল্ডার বোঝাই গাড়ির  নিচে চাপা পড়ে রয়েছে অল্টো আর টাটা ম্যাজিক গাড়িটি। বরযাত্রী নেওয়ার জন্য অল্টো কার একটি দাঁড়িয়ে ছিল সেখানেই, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি।


আজ প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেন। সাথে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। 


ধূপগুড়ির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যপাধ্যায়ও। তিনি ট্যুইট বার্তায় জানান- 'ধূপগুড়িতে বাস দূর্ঘটনা অত্যন্ত দুখজনক। মৃত ব্যক্তিদের  পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।" 




গতকালের ধূপগুড়ির মর্মান্তিক ভয়াবহ পথ দুর্ঘটনাস্থলে  আজ সকালবেলায় পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। 

ঘটনাস্থল খতিয়ে দেখার পর রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘এটি একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা। সমবেদনা জানানোর ভাষা নেই। তবে মুখ্যমন্ত্রী সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছেন। চালকদের উচিত সেফ ড্রাইভ সেভ লাইফ মেনে গাড়ি চালানো।’ 

সৌরভ চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আহতদের চিকিৎসার বিষয়টি রাজ্য সরকার দেখছে এবং মৃতদের প্রতি সহানুভূতি রয়েছে।’