টিকা নিতে হলে কোউইন অ্যাপে নথিভুক্ত করা আবশ্যক, জারি নির্দেশিকা
কোভিড ভ্যাকসিন টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হলো কোভিড ভ্যাকসিন টিকা নিতে হলে কোউইন অ্যাপের মাধ্যমে অবশ্যই নাম নথিভুক্ত করতে হবে। কোউইন অ্যাপে নাম নথিভুক্ত না হলে দেওয়া হবে না কোভিড টিকা। এমনি নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, টিকাকরণের আগের দিন বেলা ১২টার মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করা হবে ২০০ জনের। তবে দৈনিক ১০০ জনেরই টিকাকরণ হবে। সেক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে ঠিক হবে ওই ১০০ জনের নাম। নির্দেশিকা জারি করে জেলা হাসপাতালের সিএমওএইচ-দের চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য দফতর।
পাশাপাশি, জেলা স্বাস্থ্য আধিকারিকদের টিকা দানের কেন্দ্র বাড়াতে বেসরকারি হাসপাতালে ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে। জরুরী ভিত্তিতে টিকা নেওয়ার ক্ষেত্রে নথিভুক্ত করা স্বাস্থ্য দপ্তরকে অবগত করা আবশ্যক বলেও জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊