কলকাতায় দ্বিতীয় স্টোর লঞ্চ করল নেচার’স বাস্কেট
~ফোরাম মলে অবস্থিত এই নতুন স্টোর ব্র্যান্ডের বৃদ্ধির কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ~
কলকাতা, জানুয়ারি ২৭, ২০২০: সারা পৃথিবীর উৎকৃষ্ট খাবার দাবারের জন্য ভারতের শীর্ষস্থানীয় গন্তব্য, আর পি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের অংশ, নেচার’স বাস্কেট সম্প্রতি কলকাতায় তাদের দ্বিতীয় স্টোর লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই নতুন স্টোরটি ফোরাম মলে অবস্থিত, যা কলকাতার অন্যতম প্রধান খুচরো মাইক্রো মার্কেট। এই নিয়ে সারা ভারতে এই ব্র্যান্ডের ৩৪টি স্টোর খোলা হল।
প্রায় ৩,৬০০ বর্গফুটের এই স্টোরে থাকবে গোরমে প্রোডাক্টের বিস্তৃত সম্ভার, তাজা ফসল, দিশি এবং আন্তর্জাতিক কোল্ড কাট, চিজ, মাংস, ওয়াইন, অর্গ্যানিক খাবার, বাড়িতে বানানো পাঁউরুটি, গ্লুটেনবিহীন খাবারের ক্রেতাদের জন্য বিকল্প এবং বিরল ও রকমারি উপাদানের এক সম্ভার। তাছাড়া দৈনন্দিন প্রয়োজনের জিনিসগুলো তো থাকবেই। উপরন্তু নেচার’স বাস্কেটের যে নিজস্ব ব্র্যান্ডগুলো, যেমন হেলদি অল্টারনেটিভস, ল’এক্সক্লুসিফ এবং নেচার’স, সেগুলোও এই স্টোরে রাখা হবে। একটি পরিবারের কেনাকাটার সব প্রয়োজন এক জায়গায় মেটানোর উপযুক্ত হয়ে উঠবে এই স্টোর। নেচার’স বাস্কেট তার ক্রেতাদের নিরাপদে কেনাকাটার অভিজ্ঞতাও জোগাতে পারবে, কারণ কঠোরতম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সাবধানতা অবলম্বন করা হয়েছে।
নেচার’স বাস্কেটের নতুন স্টোর সপ্তাহে সাত দিনই সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে। এই স্টোরে ৬০০০ এর বেশি ভাল মানের প্রোডাক্ট রয়েছে সাধ্যমত দামে। এই স্টোরে টি জি এল কোম্পানির সেরা বাগান থেকে আনা চা ও কফি এবং ভারতের প্রথম এবং বৃহত্তম কোল্ড প্রেসড জুস ব্র্যান্ড র প্রেসারির টাটকা জুসও পাওয়া যাবে।
নেচার’স বাস্কেট ফুড অ্যান্ড লাইফস্টাইল ব্লগারদের কলকাতার লঞ্চ ইভেন্টে আমন্ত্রণ জানিয়েছিল, যাতে তাঁদের এই স্টোরে কেনাকাটা করার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় এবং এখানে বিক্রি হওয়া জিনিসের পুরো তালিকাটাও এক নজর দেখে নিতে পারেন। এই ব্লগাররা তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এই স্টোরে কী কী পাওয়া যাচ্ছে তা শেয়ার করেছেন।
শ্রী দেবেন্দ্র চাওলা, সি ই ও, নেচার’স বাস্কেট অ্যান্ড স্পেনসার্স রিটেল, বললেন, “কলকাতা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বাজার। আমরা আমাদের দ্বিতীয় স্টোরের মাধ্যমে ক্রেতাদের জন্য গোরমে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পেরে উল্লসিত। ব্র্যান্ড হিসাবে নেচার’স বাস্কেট সবসময় তাদের অমনি চ্যানেল উপস্থিতির মাধ্যমে এক উচ্চ মানের কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করার উপরে জোর দিয়েছে। এই স্টোরের মাধ্যমে আমরা কলকাতার … টি পিন কোডের সেবা করতে পারব। আমরা আমাদের ব্র্যান্ডের যাত্রার এক কৌতূহলোদ্দীপক পর্যায়ে আছি, যেখানে আমরা নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ার কতটা সুযোগ আছে তা ভেবে দেখছি। আমাদের ক্রেতাদের ব্র্যান্ডের প্রতি জোরালো আনুগত্য আর ন্যায্য পরিষেবার কারণে নেচার’স বাস্কেট এক আইকনিক ও জনপ্রিয় ব্র্যান্ড ছিল এবং আছে। বৃদ্ধির ব্যাপারে আমরা আশাবাদী এবং একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে খুচরো ব্যবসায় একটা জোরালো উপস্থিতি তৈরি করার দিকে জোর দেব।”
নেচার’স বাস্কেট থেকে অনলাইন কেনাকাটার জন্য রয়েছে ওয়েবসাইট
www.naturesbasket.co.in এবং মোবাইল অ্যাপ। নেচার’স বাস্কেটের ই-কমার্সে জোরালো উপস্থিতি আছে, যা স্পেনসার্সের অমনি চ্যানেল কৌশলের সাথে সঙ্গতিপূর্ণ।
About Nature’s Basket:
Nature’s Basket is India’s foremost retail destination for fine foods from across the world. Started in 2005 as a single fresh food store, it has today morphed into a 34 stores chain of premium Gourmet Stores strategically located at high street locations in Mumbai, Pune, Bangalore, and Kolkata. Gourmet retail chain boasts of stocking the best international and domestic wines, cold cuts, meats, cheese, organic foods and a large variety of pastas, noodles, beverages, exotic and rare ingredients, meals, sauces, preserves and packaged food from around the world. Every item on the shelves is handpicked from the very best that Europe, Australia, Asia and the US have to offer. It caters to the refined needs of up-market urban consumers for irresistibly authentic world food and ingredients.
Nature’s Basket, a part of RP Sanjiv Goenka Group’s retail flagship Spencer’s Retail is India’s pioneering food destination that started in 2005 as a single store in Mumbai but has now transformed itself into an Omni-channel retail business. It is present through physical retail stores across India in neighbourhoods, this combined with an online portal and a mobile application.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊