Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল কংগ্রেসের জনসভা ময়নাগুড়ি রোডে




তৃণমূল কংগ্রেসের জনসভা ময়নাগুড়ি রোডে


ময়নাগুড়ি, ২৭ জানুয়ারি : 



পশ্চিমবাংলায় সন্ত্রাস, ধর্মীয় বিভাজন সহ কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবি এবং গ্রাম বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে বিরাট জনসভা করলো তৃণমূল কংগ্রেস। বুধবার ময়নাগুড়ি রোড এলাকায় ময়নাগুড়ি ১ ও ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জনসভা করা হয়। 


এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্য, জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, ধূপগুড়ির বিধায়ক মিতালি রায়, জলপাইগুড়ি জেলা এসসি, এসটি, ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস, জেলার কো অর্ডিনেটর চন্দন ভৌমিক সহ ব্লক নেতৃত্বরা উপস্থিত থাকবেন। এমনকি এই সভা শুরুর আগে একটি বাইক মিছিল করা হয়। 


এই বিষয়ে ময়নাগুড়ি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিব শঙ্কর দত্ত বলেন, " বাংলায় যে সন্ত্রাস, ধর্মীয় বিভাজন শুরু করেছে বিরোধী দল তার প্রতিবাদে এবং কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে আমাদের এই জনসভা। পশ্চিম বাংলায় উন্নয়নকে বজায় রাখতে এবং উন্নয়কে প্রসারিত করতে আমাদের এই জনসভা ডাকা হয়েছে ময়নাগুড়ির দুই সাংগঠনিক ব্লকের পক্ষ থেকে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code