হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রামে, শক্তি ঝালিয়ে নিতে সার্ভে করবে তৃণমূল ! 



সামনেই বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রামে। শুভেন্দুর নিজের গড়ে দাড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে ভোটে দাড়াচ্ছেন বলে ঘোষণা করেন। নন্দীগ্রাম আসনে তাঁর নাম চূড়ান্ত করে নেওয়ার জন্য বলেছেন সুব্রত বক্সীকে। সেই নন্দীগ্রামে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে সার্ভে শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস।


সূত্রের খবর, ১লা ফেব্রুয়ারি নন্দীগ্রামে যাবেন সুব্রত। আর সেখানে তিনদিন থেকে ব্লক ব্লকে ঘুরে নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। কথা বলবেন প্রতি ব্লকের সমস্ত কর্মীদের সঙ্গে।


মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শুরু হয় জোর চর্চা। ' মমতার হার স্বীকার' বলেও কটাক্ষ করে বিরোধীরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিরোধিতায় সরব হয়ে হাফ লক্ষ ভোটে মুখ্যমন্ত্রীকে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূল নেত্রী হারবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র বলে দাবি করে আসা শুভেন্দু সাফ হুঙ্কার, 'গোপীবল্লভপুরের দিলীপ ঘোষ আর নন্দীগ্রামের শুভেন্দু হাত মিলিয়েছি। ৩৫টা আসনই জিতব। পদ্ম ফুটিয়ে তারপর ঘুমাতে যাব।'