Latest News

6/recent/ticker-posts

Ad Code

আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে লড়াই করবার কথা ঘোষণা করলো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ

আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে লড়াই করবার কথা ঘোষণা করলো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ




ইতিমধ্যে 2021 এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে 8 জেলার District Convener নিযুক্ত করে মাঠে নেমে পড়ছে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ। আজ আনুষ্ঠানিক ভাবে নির্বাচনে লড়াই করবার কথা ঘোষণা করলো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ। 

আজ কালিম্পং জেলার ঘন্টিদাড়া এলাকায় উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের সভায় উপস্থিত ছিলেন সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক, উত্তম কুমার নন্দী ও শীতল দাস, এছাড়ায় কেন্দ্রীয় কমিটি এবং জেলা কমিটির অন্যান্য সদস্যরা । 

আজকের বৈঠকে কালিম্পংয়ের কমল দাস মুখিয়া, জলপাইগুড়ির আইনজীবী শুভঙ্কর দত্ত, মালবাজারের গৌতম লামার উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চে যোগদান করেন। 


আজকের বৈঠকে আগামী বিধানসভা নির্বাচনে অংশগ্রহনের রূপরেখা তৈরি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code