Latest News

6/recent/ticker-posts

Ad Code

চিটফান্ড মামলায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কে ডি সিং!




চিটফান্ড মামলায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কে ডি সিং! 



এনফর্সমেন্ট ডিরেক্টরেট হাতে বেআইনি আর্থিক লেনদেন মামলায় গ্রেফতার কে ডি সিং।এই ব্যবসায়ী ২০১৪ সালে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। ২০২০ সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি।দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।


ইডি সূত্রে জানানো হয়েছে,কে ডি সিং-এর বিরুদ্ধে ২৩৯ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ রয়েছে।


অভিযোগটি হল,নিজস্ব ব্যবসায়িক সংস্থা অ্যালকেমিস্টের জন্য বিপুল পরিমাণ টাকা তোলা হয়েছিল।সেই টাকা সাইফনিং করা হয়ছে। আজ‌ই অভিযুক্তকে আদালতে তোলার সম্ভাবনা রয়েছে।


এর আগেও সারদা এবং নারদ কাণ্ডের সময়ও একাধিকবার তৃণমূলের এই রাজ্যসভার সাংসদের নাম উঠে এসেছে। জেল থেকে সুদীপ্ত সেনের লেখা চিঠিতেই কে ডি সিং-এর নাম ছিল। সূত্রের খবর, বিগত কয়েকবছর ধরেই ইডির খাস নজরে ছিলেন কেডি সিং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code