স্বামীজীর জন্ম তিথিতে মাল্যদান ধূপগুড়ি পৌরসভার

স্বামীজীর জন্ম তিথিতে মাল্যদান ধূপগুড়ি পৌরসভার

জয়ন্ত বর্মন, ১২ জুলাই: স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন অনুষ্ঠান করা হলো মঙ্গলবার ধূপগুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত স্বামীজীর মূর্তি এদিন ধূপগুড়ি যুব কল্যাণ দপ্তর ও পৌরসভার যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করা হয়। মাল্যদান এর পাশাপাশি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে। স্বামীজির সব থেকে বড় মূর্তি গড়ার দাবি জানালেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং।

তিনি জানান, গুজরাটে যে রকম সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি স্থাপন করা হয়েছে। পশ্চিমবঙ্গের বুকেও একটি স্বামীজীর মূর্তি স্থাপন করা হোক। যে মূর্তি হবে দেশের মধ্যে সর্বোচ্চ মূর্তি। জানা গেছে, ধূপগুড়ি পুরসভার তরফে আগামী দিনে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠানো হবে বলে। এদিন পুরসভার তরফে ১০০ জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ১১ নম্বর ওয়ার্ডে স্বামীজীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ধুপগুড়ি পৌরসভা চেয়ারপারসন ভারতী বর্মন সহ ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার ও ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক সুরজিৎ ঘোষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ