কলকাতা সহ ৪ জায়গায় দেশের রাজধানী করার দাবি মমতার
নেতাজীর ১২৫তম জন্ম বার্ষিকীতে একগুচ্ছ প্রক্লপের কথা জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই টুইট করে নেতাজীর নামে বিশ্ব বিদ্যালয় ও মনুমেন্ট তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আজ শ্যামবাজার থেকে ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এরপর একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারের তুলোধনা করেন। মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে নানা ইশুতে সমালোচনা করে ভারতের একটা রাজধানী কলকাতাকে করা হোক বলেও দাবি করেন। দেশের চার প্রান্তে চারটি রাজধানী করা উচিত ও চার জায়গায় সংসদের অধিবেশন হওয়া উচিত বলেও মন্তব্য করেন।
এদিনের ভাষণে তিনি বলেন, নেতাজির পরিবার আমাদের কাছে পূজনীয়। তিনি বলতেন ভারত সব ধর্মের মিলন মেলা। আজাদ হিন্দ ফৌজে সব ধর্মের মানুষ ছিলেন। কারণ তিনি বলতেন তিনি ভারতের জন্য লড়ছেন। ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুলের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। ব্যারাকপুরে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল যখন পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীনতা অস্তাচলে বলে মনে করিয়ে দেন। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে বলেই দাবি তোলেন তিনি।
তিনি আরও বলেন, প্ল্যানিং কমিশন নেতাজি তৈরি করেছিলেন। প্ল্যানিং কমিশন তুলে নীতি আয়োগ করা হল। আলাদা ভাবে রাখাই যেত। এটা ফেরানো হোক। কলকাতা বিমানবন্দরের নাম নেতাজির নামে আমি করিয়ে দিয়েছিলাম রাজীব গান্ধিকে বলে। পাশাপাশি কেন্দ্রের পরাক্রম দিবস নিয়েও তোপ দেগে তিনি বলেন, কেন দেশনায়ক দিবস হবে না, কেন পরাক্রম দিবস। দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথাও বলেন তিনি। তিনি বলেন, এক দল, এক নেতা চলবে না। আমরা দেশনায়ক দিবস পালন করেছি। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক রুপে আখ্যা দেন। আমরা রবীন্দ্রনাথ ও নেতাজিকে মিলিয়ে দিয়েছি।
কেন্দ্র সরকারের ওপর তোপ দেগে তিনি বলেন, বহু টাকায় বিমান কিনছেন, নতুন সংসদ ভবন গড়ছেন। এত ব্যয়ের দরকার ছিল না। ভারতের একটা রাজধানী কলকাতাকে করা হোক। একের জায়গায় চার প্রান্তে চারটি রাজধানী করা উচিত। চার জায়গায় সংসদের অধিবেশন হওয়া উচিত। স্বাধীনতা আন্দোলনের ভূমি বাংলা সইবে না কোনও অবহেলা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊