Belur Math gates will open for visitors and devotees from 10 February 2021



অবশেষে বেলুড় মঠ  সাধারণ ভক্তদের জন্য খুলতে চলেছে। সম্প্রতি কর্তৃপক্ষ জানিয়েছে, দশর্নার্থীদের খুলে দেওয়া হবে বেলুড় ১০ ফেব্রুয়ারি থেকে। তবে কোভিড বিধি প্রত্যেককে মানতে হবে।


গতবছর মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত ধর্মস্থান করোনার দাপট বাড়ার ফলে। সেই সময় বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠের দ্বারও। প্রায় আড়াই মাস পর আনলক পর্যায়ে একে একে খুলতে শুরু করে সব ধর্মস্থান। কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রবেশের সিদ্ধান্ত নেয় সমস্ত মন্দির কমিটি। একাধিক মন্দিরে বসানো হয় স্যানিটাইজার টানেল। বেঁধে দেওয়া হয় ভক্তদের প্রবেশের সংখ্যা। 



বেলুড় মঠের দরজা সেই সময় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলেও ভিড় এড়ানো মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। সেই কারণে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড়। দুর্গাপুজোর সময়ও মঠে প্রবেশের অনুমতি পায়নি আমজনতা।



গতকাল অর্থাৎ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন,'আগামী ১০ ফেব্রুয়ারি থেকে প্রত্যেকে প্রবেশ করতে পারবেন বেলুড়ে। সময় সকাল সাড়ে আটটা থেকে বেলা এগারোটা ও দুপুর সাড়ে তিনটে থেকে বিকেল পাঁচটা। তবে প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যান এসব আপাতত বন্ধই থাকবে।'