'জয় শ্রীরাম'লেখা প্রায় এক লক্ষ চিঠি  মুখ্যমন্ত্রীর ঠিকানায় পাঠানোর উদ্যোগ নিচ্ছে বিজেপি!

symbolic


পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি “জয় শ্রীরাম” স্লোগান নিয়ে উত্তাল।বিজেপি সমর্থকরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে “জয় শ্রীরাম” স্লোগান দেন।


পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সভায় এভাবে ধর্মীয় স্লোগান দেওয়ার বিপক্ষে প্রতিবাদ জানিয়ে নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে ভাষণ না দিয়েই ভাষণ মঞ্চ পরিত্যাগ করেন।


এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য শাসক দল এবং কেন্দ্রীয় শাসক দলের মধ্যে জোর সঙ্ঘাত বেধেছে। উভয় পক্ষই আত্মপক্ষ সমর্থনের প্রচেষ্টায় মরিয়া। এমন একটি পরিস্থিতিতে দিল্লির BJP মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গার নেতৃত্বে বিজেপি শিবির এবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করলো। “জয় শ্রীরাম” লেখা প্রায় এক লক্ষ চিঠি তৃণমূল সুপ্রিমোর ঠিকানায় পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


এই এক লক্ষ পোস্টকার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং নবান্ন বা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা লিখে তা বিজেপি সমর্থকদের হাতে তুলে দেওয়া হবে। সেই চিঠি গুলিতে জয় শ্রীরাম এবং নিজেদের নাম লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় পাঠিয়ে দেবেন সাধারণ মানুষ, এমনটাই জানিয়েছেন দিল্লির BJP মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গার। 


দিল্লির BJP মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গার বলেছেন, “জয় শ্রীরাম স্লোগান শুনলেই মুখ্যমন্ত্রী বিরক্ত হন। অন্য ধর্ম সম্প্রদায়ের জন্য দূর্গা পূজার বিসর্জন বন্ধ করে দেন তিনি।"