An Initiative by West Bengal Transport Corporation (WBTC) and Apeejay Anand Children’s Library
নদীতে ভাসতে ভাসতে এবার বই পড়ার সুযোগ-শুভ উদ্বোধন আজ
এবার গঙ্গাবক্ষে ভাসতে ভাসতে থাকছে বই পড়ার সুযোগ। পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের উদ্যোগে বোট লাইব্রেরির শুভ উদ্বোধন হবে আজ।
উদ্যোগ মূলত ছোটদের জন্য। তবে শামিল হতে পারেন বড়রাও। গঙ্গায় বসে ঘুরতে ঘুরতে বই পড়ার মত স্বপ্ন পূরণ করে দিচ্ছে WBTC।
সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই বিশেষ লঞ্চ। বিভিন্ন বয়সের শিশু ও কিশোরদের কথা মাথায় রেখে রাখা হচ্ছে পাঁচশোর বেশি বই। মূলত বাংলা ও ইংরেজি ভাষার বই বেছে নেওয়া হচ্ছে লাইব্রেরি সাজিয়ে তুলতে। চিরকালীন ক্লাসিকস যেমন লাইব্রেরির তাকে থাকবে, তেমনই থাকবে সমকালীন সাহিত্য। বাদ পড়ছে না জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বইও। আর সেসব বই পড়া যাবে গঙ্গার সান্নিধ্যে। সেই সৌন্দর্য উপভোগ করতে করতেই চোখ বুলিয়ে নেওয়া যাবে নিজের পছন্দের সাহিত্যে।
এইসাথে বোটে থাকবে ফ্রি Wifi, যাতে ইবুক ও পড়তে পারে বোট যাত্রীরা।
MAIN FACTS:
Trip times: 11am, 1.15pm, 3.30pm
Days: Monday to Friday
Facilities:
-Music
-About 500 books for youth in English and Bengali
-Tuck Shop
-Free Wifi
Charges:
Rs 100 for adults (18 years and above)
Rs 50 for children (17 or under)
Starting from: 27th January, 2021
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊