কৃষি আইন বাতিলের দাবিতে বর্ধমানে ট্রাক্টর মিছিল


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান


কেন্দ্রের কালা কৃষি আইন বাতিলের দাবিতে ইতি মধ্যে পথে নেমেছেন তৃণমূল কংগ্ৰেস,জাতীয় কংগ্ৰেস,ও বামপন্থী অন্যান্য সগঠন গুলো। একই দাবিতে আজ ফের পথে নামলো বামপন্থী কৃষক সংগঠন।মিছিলে পায়ে পা মেলান বামপন্থী কৃষক সংগঠনের কয়েক হাজার পুরুষ,মহিলা কৃষক ও বামপন্থী কর্মীরা।মঙ্গল বার বিকেলে বর্ধমান নবাবহাট থেকে ট্রাক্টর মিছিল বের হয়ে উল্লাস মোড়ে সমাপ্ত হয়।বামপন্থি কৃষক সংগঠনের ট্রাক্টর মিছিল দেখতে রাস্তার দুধারে উপছে পড়া ভিড় ছিলো নবাব হাট থেকে উল্লাস মোড় পর্যন্ত।


ট্রাক্টর মিছিলের সাথে ছিলো কয়েক হায়েক হাজার বাইকও।আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সি পি আই এম-এর লাল পতাকার সাথে জাতীয় পতাকা উড়ছিলো ট্রাক্টর মাছিলে।ট্রাক্টর মিছিলের সামেনে ধানের বোঝা, কাঁস্তে হাতে নিয়ে জে সি বির উপরে ছিলো মহিলারা।তবে ভোটের আগে সি পি আই এমের এই মাথা চাগিয়ে উঠাতেই মনে সাহস জুগিয়েছে বসে যাওয়া বহু সি পি এম নেতা কর্মীদের।


এদিনে মিছিলে প্রায় পাঁচশো ট্রাক্টর ও কয়েক হাজার বাইকে প্রায় হাজার দশেক কৃষক ও বামপন্থীরা ছিলো বলে জানাগেছে।বামপন্থী কৃষক সংগঠনের ফলে বর্ধমান নবাব হাট থেকে উল্লাস পর্যন্ত গোটা জিটিরোডে দীর্ঘক্ষন বন্ধ যান চলাচল।বর্ধমান নবাব হাট থেকে উল্লাস পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয়েছে অনেক মানুষকে।দিল্লিতে কৃষকদের আন্দোলনের প্রতি আস্থা জানাতে ট্রাক্টর মিছিলের আয়োজন করা হয় সিপিএমের পক্ষ থেকে।