VRP-দের দাবি পেল মান্যতা! রাজ্যে বাড়ল VRP কর্মীদের বেতন
VRP-দের দাবি মেনে এবার বেতন বাড়িয়ে দিল রাজ্য। গ্রামীণ সম্পদ কর্মী বা Village Resource Person(VRP)-দের কর্মদিবসের সংখ্যা বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৯ ডিসেম্বর বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সভায় প্ল্য়াকার্ড তুলে নিজেদের দাবি তুলে ধরেন বেশ কয়েকজন VRP কর্মী। সোমবার সেই দাবি মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন VRP-রা মাসে ২০ দিন কাজ পেতেন এখন কাজ পাবেন ৩০ দিন। আগে তাঁরা পেতেন সর্বোচ্চ ৩৫০০ টাকা। এবার তা বেড়ে হবে ৫,২৫০ টাকা। দৈনিক ভাতা ১৭৫ টাকা।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, VRP-রা মাঝেমধ্যেই আমাকে প্ল্য়াকার্ড দেখায়। ওদের দাবি ছিল, মাসিক ওদের ভাতা যদি ৫,২৫০ টাকা করা হয়। মনে রাখবেন, ওদের বকলেও আমি ওদের ভালোবাসি। ওদের মাসিক ৫,২৫০ টাকা করে দিলাম। এতে রাজ্য সরকারের খরচ হবে বছরে ১০৫ কোটি টাকা।
বনগাঁয় মমতার সভায় প্লাকার্ড দেখালে খানিকটা অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যতটা পেরেছি ততটা করেছি। সব কাজে স্থায়ী হওয়ার সুযোগ থাকে না। দেওয়ারও একটা সীমা রয়েছে। তবে এদিন দাবি মেনে নিলেন মমতা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊