বয়স্ক নাগরিকদের জন্য Nokia Mobile IN এর Khamoshi Khatam আয়োজন করল এক্সক্লুসিভ লাইভ অলকা ইয়াগনিক কনসার্ট 




নোকিয়া ফোনের মালিক এইচ এম ডি গ্লোবাল হেল্পএজ ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে #KhamoshiKhatam নামে এক দেশজোড়া ক্যাম্পেন শুরু করেছে। হেল্পএজ ইন্ডিয়া এক স্বেচ্ছাসেবী সংস্থা, যা পিছিয়ে পড়া বয়স্ক নাগরিকদের জন্য কাজ করে। #KhamoshiKhatam ক্যাম্পেন অতিমারীর সময় তৈরি হওয়া একাকিত্ব থেকে বেরিয়ে আসতে বয়স্ক নাগরিকদের সাহায্য করবে। আর দেশের যুবসমাজকে বয়স্কদের কথা মনে করতে, তাঁদের সাথে নতুন করে যোগাযোগ করতে আর সম্পর্ক নতুন করে গড়ে তুলতে উৎসাহ দেবে। 


এই ক্যাম্পেনের অঙ্গ হিসাবে, ২৬শে ডিসেম্বর হেল্পএজ ইন্ডিয়ার ছটা হোমে হঠাৎ সকলকে চমকে দিয়ে শুধুমাত্র বয়স্ক নাগরিকদের জন্য বিখ্যাত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিকের এক লাইভ অনুষ্ঠান আর চ্যাট আয়োজন করা হয়েছিল। 

এই অনুষ্ঠানে শ্রীমতি ইয়াগনিক ৯০-এর দশকে তাঁর গাওয়া মন ভরানো গান “এক দিন আপ য়ুঁ হাম কো মিল যায়েঙ্গে” গেয়ে শোনান। অনুষ্ঠানের পর শ্রীমতি ইয়াগনিক বয়স্ক নাগরিকদের সাথে এক আলাপচারিতায় যোগ দেন। উপস্থিত সকলের সাথে তাঁদের সঙ্গীতের প্রতি ভালবাসা এবং লকডাউনের সময় জীবনযাপনের চ্যালেঞ্জ নিয়ে কথাবার্তা বলেন। এই অনলাইন কনসার্ট কিভাবে বয়স্কদের জন্য এক মনখারাপ করা বছরের আনন্দময় সমাপ্তি ঘোষণা করছে, তা নিয়েও কথা হয়। 



আমাদের বয়স্ক নাগরিকদের জন্য উৎসবের মরসুমটাকে সজীব করে তোলা এই ক্যাম্পেনের সারাংশ নিয়ে তৈরি একটা ভিডিও লাইভ হয়েছে ২৮শে ডিসেম্বর। ফেসবুক আর ইন্সটাগ্রাম -এ এই ভিডিওর প্রত্যেকটা শেয়ারের জন্য এইচ এম ডি, হেল্পএজ ইন্ডিয়াকে অর্থ দান করবে। 







রুচিরা জেটলি, হেড অফ মার্কেটিং – ইন্ডিয়া, এইচ এম ডি গ্লোবাল, বললেন, “অতিমারীর কারণে ২০২০ বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ কঠিন একটা বছর হয়ে দাঁড়িয়েছে। অভূতপূর্ব সামাজিক দূরত্ব আর মানুষে মানুষে কথাবার্তার অভাবে আমাদের জীবনে নীরবতা বেড়ে গেছে। #KhamoshiKhatam দিয়ে আমরা প্রিয় শিল্পী অলকা ইয়াগনিকের মাধ্যমে আমাদের সমাজের বর্ষীয়ান সদস্যদের জীবনে চমক, আনন্দ আর আশা নিয়ে আসার চেষ্টা করছি। শুধু তা-ই নয়, এই ভিডিওর প্রত্যেকটা শেয়ারের জন্য আমরা হেল্পএজ ইন্ডিয়াকে অর্থ দান করব। আমি সকলকে এই ভিডিও শেয়ার করে আমাদের বয়স্ক নাগরিকদের প্রতি তাঁদের সমর্থন জানাতে অনুরোধ করছি।” 



গায়িকা অলকা ইয়াগনিক বলেন, “এই উৎসবের মরসুমে #KhamoshiKhatam -এর সাথে যুক্ত হওয়া এবং আমাদের বয়স্ক নাগরিকদের জন্য এক্সক্লুসিভ গান গাইতে পারা আমার সৌভাগ্য। অনলাইন অনুষ্ঠান করা এবং বয়স্ক মানুষদের সাথে জুমে আড্ডা দেওয়া দারুণ ব্যাপার। আমাদের বর্ষীয়ান নাগরিকদের জীবনের অংশ হতে পারা এবং তাঁদের উৎসবের আনন্দ দেওয়া যে কোন শিল্পীর সৌভাগ্য।” 



সোনালি শর্মা, হেড কমিউনিকেশনস, হেল্পএজ ইন্ডিয়া, বলেন, “কোভিড-১৯ অতিমারীতে বয়স্ক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু যে তাঁদের স্বাস্থ্য আর জীবনযাত্রার ক্ষতি হয়েছে তা নয়, তাঁদের উদ্বেগ, অবসাদ আর একাকিত্বের অনুভূতিরও মোকাবিলা করতে হয়েছে। যাঁরা বৃদ্ধাশ্রমে থাকেন, তাঁরা বাইরের দুনিয়ার থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। বধির করে দেওয়ার মত নীরবতা তৈরি হয়েছিল। হেল্পএজ ইন্ডিয়া, নোকিয়া ফোনের মালিক এইচ এম ডি গ্লোবালের সাথে মিলে বয়স্ক মানুষদের জীবনে ইতিবাচক মনোভাব, উল্লাস আর আনন্দ ফিরিয়ে আনার এই উদ্যোগ নিতে পেরে আনন্দিত। অলকা ইয়াগনিককে বিশেষ ধন্যবাদ আমাদের বয়স্ক নাগরিকদের উদ্দেশে উৎসর্গীকৃত এক সাঙ্গীতিক সন্ধ্যার জন্য। আমি সকলকে অনুরোধ করছি নিজের জীবনে যে বয়স্ক মানুষরা আছেন, তাঁদের কাছে যান, তাঁদের সাথে সময় কাটান এবং তাঁদের দেখিয়ে দিন যে তাঁরা আমাদের কাছে মূল্যবান, আমরা তাঁদের যত্ন নিই। ভারতের ৯০% বয়স্ক মানুষ বাঁচার জন্য কাজ করে যেতে বাধ্য হন। এই ভিডিওর প্রত্যেকটা শেয়ার একজন পিছিয়ে পড়া বয়স্ক মানুষকে সাহায্য করবে। আসুন নতুন বছরকে স্বাগত জানাই তেমন একজন মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে।” 



চাঁদনি শাহ, সি ও ও, কিনেক্ট, বললেন, “বয়স্ক নাগরিকরা অতিমারীর মাত্রাতিরিক্ত ফলাফল ভোগ করছেন। কেবল তাঁদের দৈনিক রুটিন ওলট পালট হয়ে যায়নি, পরিচর্যার সুযোগ, প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া এবং একাকিত্বের সমস্যাও দেখা দিয়েছে। #KhamoshiKhatam এর লক্ষ্য হল মানসিক ও শারীরিক সুস্থতায় উৎসাহ দিয়ে আনন্দ ছড়ানো, সেইসঙ্গে আমাদের বয়স্ক নাগরিকদের জন্য সাহায্যের ব্যবস্থা করা। নোকিয়া ফোনের মালিক এইচ এম ডি গ্লোবালের সাথে এই ক্যাম্পেনের শরিক হতে পেরে আমরা খুবই আনন্দিত। নোকিয়া ফোন এই কঠিন সময়ে বয়স্ক মানুষদের সামাজিক যোগাযোগ বজায় রাখতে সাহায্য করেছে এবং আনন্দ পাওয়ার সুযোগ দিয়েছে।”