মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে পরিবারের হাতে তুলে দিলো ময়নাগুড়ি থানার পুলিশ




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 

মঙ্গলবার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের নতুনবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ঘিরে ছড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পরে । জানা যায় , মঙ্গলবার রাত ৯ টা নাগাদ রাস্তার উপর দিয়ে অর্ধনগ্ন অবস্থায় নতুনবন্দরের দিকে হেঁটে যায় এক মহিলা। হঠাৎই বিষয়টি এলাকার স্থানীয় যুবকদের নজরে আসায় তারা মানসিক ভারসাম্যহীন ভেবে নতুনবন্দর বাজারের উপরই আটক করে মহিলাটিকে। এরপর তার নাম, ঠিকানা এসব জিজ্ঞেস করা হয় কিন্তু শেষে সঠিক ভাবে কোনো কিছু বলতে না পারায় স্থানীয়রা এলাকার পঞ্চায়েতকে খবর দেয় । ঘটনাস্থলে উপস্থিত হয় এলাকার পঞ্চায়েত সহ বেশ কিছু মানুষজন। এরপরই খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। তবে এরমধ্যেই এলাকার দু চারজন মহিলাটিকে চিনতে পেরে তার বাড়িতেও খবর দেয়। এলাকার পঞ্চায়েত সহ স্থানীয়রা মিলে মহিলাটিকে জাবরামালী রেনেসাঁ ক্লাবের একটি কক্ষে বিশ্রামের জন্য নিয়ে যায়। এবিষয়ে এলাকার এক স্থানীয় যুবক জানান,


" আমরা মহিলাটিকে রাস্তায় একা দেখতে পেয়ে প্রথমে আটক করি । আমরা মহিলাটির সঙ্গে কথাবার্তা বলে অনুমান করি যে তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে খবর দেই । পঞ্চায়েত এসে বিষয়টি দেখে ময়নাগুড়ি থানার পুলিশ কে জানায়। আমরা মনে করছি এমন অবস্থায় মহিলাটিকে প্রশাসনের হাতে তুলে দেওয়াই ভালো হবে। "

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ এবং উপস্থিত হয় মহিলাটির পরিবারের লোকজনও। শেষে ময়নাগুড়ি থানার পুলিশ পরিবারের লোকের সঙ্গে কথাবার্তা বলে মহিলাটিকে তার পরিবারের হাতে তুলে দেন।