গোয়ার সৈকতে উষ্ণতা ছড়ালেন নিয়া শর্মা


ইন্সটাগ্রামে হট ছবি পোস্ট করে ভক্তদের নজর কাড়লেন নিয়া শর্মা। বেশ কিছুদিন থেকেই দেখা যাচ্ছে বলিউডের একাধিক অভিনেত্রী ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন বিদেশে। আর বিদেশ থেকেই একের পর এক হট লুক শেয়ার করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে চলছেন। এবার নিয়া শর্মা। 



শুক্রবার সকালে ইন্সটাগ্রামে মনোকিনি পড়া বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন 'নাগিন' নিয়া শর্মা। অল্ট বালাজির ওয়েব সিরিজ 'জামাই ২.০' জন্য শ্যুটিং করছেন অভিনেত্রী নিয়া শর্মা।শ্যুটিংয়ের ফাঁকে গোয়ার সৈকতে গোলাপী মনোকিনিতে ধরা পড়লেন নিয়া। ওয়েব সিরিজ 'জামাই ২.০'তে নিয়ের স্বামীর ভূমিকায় দেখা যাবে রবি দুবে-কে এবে মায়ের ভূমিকায় দেখা যাবে অচিন্ত কৌর-কে। এর আগে টেলি শো 'নাগিন' শোতে নাগিন রূপে নজর কেড়েছিলেন নিয়া শর্মা।