১৫ দফা দাবীকে সামনে রেখে প্রস্তুতি সভা করলেন উত্তরবঙ্গ ক্ষৌরকার শীল সমন্বয় সমিতি

১৫ দফা দাবীকে সামনে রেখে প্রস্তুতি সভা করলেন উত্তরবঙ্গ ক্ষৌরকার শীল সমন্বয় সমিতি। বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ ময়নাগুড়ির নতুন বাজারে সভাটির আয়োজন করা হয়। আগামী ২৪ শে ডিসেম্বর উত্তরবঙ্গের ৮টি জেলার সমস্ত ক্ষৌরকাররা উত্তরকন্যা অভিযান করে ডেপুটেশন জমা দেবেন বলে জানা যায়। এদিন সে বিষয়ে ময়নাগুড়ি ব্লক কমিটির তরফে সমস্ত ক্ষৌরকারদের নিয়ে একপ্রস্থ শলা পরামর্শ করা হয়। 



উল্লেখ্য করোনা পরিস্থিতিতে কাজকর্ম হারিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষৌরকাররা। এবিষয়ে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারকে জানিয়ে কাজের কাজ হয়নি কিছুই । রাজ্য সরকারের তরফে ব্রাক্ষণ ভাতা দেওয়া হলেও ভাবা হয়নি অসহায় ক্ষৌরকারদের কথা। সরকারি সহযোগিতা না পেয়ে তাই একপ্রকার হতাশ উত্তর বঙ্গের ক্ষৌরকাররা । তাই তাদের দাবি দাবা নিয়ে আসন্ন ২৪ তারিখ ডেপুটেশন দেওয়া হবে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে । আগামী দিনে দাবিদাওয়া পূরন না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা । 


এদিন এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা গৌরাঙ্গ শর্মা , কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হরেকৃষ্ণ শর্মা সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ ।