সিঙ্গুরে কৃষিজমি আন্দোলনের কথা টেনে কৃষক আন্দোলনে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দেশব্যাপী কৃষি আন্দোলনের প্রতি সমর্থন জানালো তৃণমূল কংগ্রেস।কেন্দ্রের কৃষি-আইনের বিরোধিতায় আগের থেকেই সরব হয়েছেন তৃণমূল নেত্রী। সিঙ্গুরে কৃষিজমি আন্দোলনের কথা টেনে কৃষক আন্দোলনে সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তৃণমূলনেত্রী লেখেন, জোর করে কৃষি জমি অধিগ্রহণ করা যাবে না, এই দাবি নিয়ে ১৪ বছর আগে, ২০০৬-এর ৪ ডিসেম্বর, কলকাতায় ২৬ দিনের অনশনে বসেছিলাম। বিরোধীদের সঙ্গে আলোচনা না করেই রাক্ষুসে কৃষি আইন পাস করেছে কেন্দ্র। এই আইনের প্রতিবাদে আন্দোলনকারী কৃষকদের প্রতি আমার সহমর্মিতা জানাচ্ছি। পাশাপাশি কৃষক আন্দোলনে সমর্থনে হ্যাশ ট্যাগ ব্যবহার করেন তিনি।
14 years ago on 4 Dec 2006, I began my 26 day hunger strike in Kolkata demanding that agricultural land cannot be forcefully acquired. I express my solidarity with all farmers who are protesting against draconian farm bills passed without consultation by Centre#StandWithFarmers
— Mamata Banerjee (@MamataOfficial) December 4, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊