Latest News

6/recent/ticker-posts

Ad Code

পড়ুয়াদের ব্যাগের ওজন ও হোম ওয়ার্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

 


পড়ুয়াদের ব্যাগের ওজন ও হোম ওয়ার্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক 


চলতি বছরের জুলাই মাসে তিন দশকের পুরনো শিক্ষানীতির বদল ঘটিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। নতুন জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে। যদিও সেই শিক্ষানীতিতে একাধিক বিরোধিতা রয়েছে। এ রাজ্যের শিক্ষাদপ্তরও নতুন জাতীয় শিক্ষানীতিকে সমর্থন করেনি। তবে এবার আরও কিছু পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। এবার বইয়ের বোঝা কমিয়ে ব্যাগের ওজন কমাতে উদ্যোগী। নয়া শিক্ষানীতিতে স্কুলব্যাগের ওজন বেঁধে দিল শিক্ষামন্ত্রক। 



ছোটদের ব্যাগের সর্বোচ্চ ওজন ২ কেজি এবং বড়দের ৩.৫ কেজি এমনটাই বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি হোম ওয়ার্কের ক্ষেত্রেও চাপ কমানো হয়েছে। কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে দ্বিতীয় শ্রেণির নীচের শিক্ষার্থীদের কোনও রুপ হোম ওয়ার্ক দেওয়া চলবে না। শিক্ষামন্ত্রকের নতুন গাউডলাইনে ধরেবেঁধে পড়ানো নয়, বরং হেসেখেলে যাতে ধাপে ধাপে শিক্ষালাভ করতে পারে পড়ুয়ারা সে বিষয়ে হস্তক্ষেপ করেছে তাঁরা। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সমীক্ষার ভিত্তিতে এই নয়া গাইডলাইন তৈরি করা হয়েছে বলে শিক্ষামন্ত্রক সূত্রে জানা গেছে।


গাইডলাইন অনুযায়ী –


ব্যাগের ওজন

  • পড়ুয়াদের ব্যাগের ওজন কোনওভাবেই পড়ুয়াদের ওজনের ১০ শতাংশের বেশি হবে না।
  • প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ব্যাগের ওজন ১.৫ থেকে ২ কেজির মধ্যে থাকবে।
  • একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়ার ব্যাগের সর্বোচ্চ ওজন ৫ কেজির বেশি হবে না।


বাড়ির কাজ 
  • দ্বিতীয় শ্রেণি পর্যন্ত কোনও বাড়ির কাজ থাকবে না। পরিবর্তে সে কীভাবে কাটিয়েছে, তা পরেরদিন ক্লাসে গিয়ে বলতে হবে।
  • তৃতীয়, চতুর্থ শ্রেণির পড়ুয়াদের সপ্তাহে সর্বোচ্চ ২ ঘণ্টা হোমওয়ার্ক করতে হবে।
  • পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য দিনে ১ ঘণ্টা করে বরাদ্দ বাড়ির কাজের জন্য।
  • নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা দিনে ২ ঘণ্টা হোমওয়ার্ক করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code