কনিষ্ঠতম উইকেটরক্ষক হিসেবে টেস্টে অভিষেক হওয়া ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যানের অবসর ঘোষণা
সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কনিষ্ঠতম উইকেটরক্ষক হিসেবে টেস্টে অভিষেক হওয়া ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। বুধবার টুইটারে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন পার্থিব।
২০০২ সালে ট্রেন্ট ব্রিজে ইংরেজ পেসারদের সুইংয়ের সামনে মাত্র ১৭ বছর ১৫৩ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক পার্থিব প্যাটেলের। ১৮ বছর কেটে গিয়েছে। কিন্তু জাতীয় টিমে তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি পার্থিব। ধোনি-কার্তিকদের দাপটে ব্রাত্য থাকলেও সুযোগ পেলেই নিজেকে মেলে ধরেছেন তিনি।
২০০২ সালে অভিষেক হওয়ার পর নিয়মিত খেলেছেন মাত্র ২ বছর। জাতীয় দলের হয়ে ২৫ টেস্টে তাঁর সংগ্রহ ৯৩৪ রান। উইকেটের পিছনে শিকার ৭২টি। ৩৮টি ওয়ানডে’তে ৭৩৬ রান করেছেন পার্থিব। উইকেটের পিছনে ক্যাচ এবং স্ট্যাম্পিং মিলিয়ে শিকার করেছেন ৩৯টি। টি-২০ খেলেছেন মাত্র ২টি। ২০১৬ সালে শেষ বার জাতীয় দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১০ হাজার ৭৯৭ রান। ঘরোয়া ক্রিকেটে গুজরাটের অধিনায়কত্ব করেছেন। আইপিএলেও নিয়মিত নজর কেড়েছেন পার্থিব।
টুইটারে নিজের অবসর ঘোষণার পাশাপাশি বিসিসিআই ও গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন-কে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊