Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা ভাইরাস তাঁর চরিত্র বদল করে নুতন রূপে-করোনার থেকেও ভায়ানক, আবার নুতন বিপদে বিশ্ব! new coronavirus mutation more contagious

করোনা ভাইরাস তাঁর চরিত্র বদল করে নুতন রূপে-করোনার থেকেও ভায়ানক, আবার নুতন বিপদে বিশ্ব!



এক বিপদ না কাটতেই আর এক ভায়ানক বিপদ উঁকি মারছে বিশ্বে l করোনা যখন কোটি কোটি মানুষকে আক্রান্ত করে নিয়ে গেছে লক্ষ লক্ষ প্রাণ অন্য দিকে স্তব্ধ করে দিয়েছিলো গোটা বিশ্বকে l


বিশ্বের অর্থনীতিকে তলানিতে পৌঁছে দিয়েছিলো, কিছুটা ছন্দে ফেরার চেষ্টায় যখন বিশ্ব তখন আর এক বিপদের কথা প্রকাশ পেল l এমনই উদ্যেগের কথা শোনালো ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর l

করোনা ভাইরাস তাঁর চরিত্র বদল করে নুতন রূপে আসছে l

ব্রিটেনের কিছু এলাকায় হঠাৎ আক্রান্তের হার বেড়ে যায় তা নিয়ে চিন্তার ভাঁজ পরে প্রশাসনের l

গবেষণায় উঠে আসে করোনা ভাইরাস  মিউটেশন করে তাঁর চরিত্র বদলে হয়েছে ভয়ঙ্কর, কোভিড -১৯ এর থেকে ৭০%বেশি হারে ছড়িয়ে পরে এই নুতন চরিত্রের ভাইরাস lএইচ সিক্স নাইন/ভি সেভেন জিরো'নামে আরেক টি করোনা মিউটেশন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে নেদারল্যান্ড ও ডেনমার্ক এর গবাদী পশুর খামারে l

বিবিসির স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সংবাদ থেকে জানা গেছে যে কোনো ভাইরাস তাঁর মিউটেশনের মাধ্যম তাঁর চরিত্র বদলায়, তবে এই চারিত্রিক পরিবর্তনে ভাইরাসটি মানবদেহে প্রবেশের পরে তাঁর সক্রিয়তা হারাতেও পারে l

কখনো কখনো এই নতুন রূপ নেয়া ভাইরাস আগেরটার চাইতে বেশি ভয়ঙ্কর হয়, বা আগের চাইতে 'নিরীহ'ও হয়ে যেতে পারে। এমন কিছু মিউটেশনও হতে পারে যার আদৌ কোন প্রভাব পড়ে না।

তবে ব্রিটেনের কিছু শহরে নুতন করে লকডাউন ঘোষণা করা হয়েছে l কিছু দেশে আন্তর্জাতিক উড়ান বাতিল রয়েছে l


source:the new york time

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code