ময়নাতে "দুয়ারে সরকার" এর কর্মসূচির সাফল্যের খতিয়ান তুলে ধরলেন ময়নার বিডিও রাজিব সর্দার


ময়না,পূর্ব মেদিনীপুর, সুজিত মণ্ডল

পশ্চিম বঙ্গ সরকারের উদ্যোগে ময়না তে " দুয়ারে সরকার " কর্মসূচি চলছে।এই কর্মসূচি আরম্ভ হয় পয়লা ডিসেম্বর।ময়নার এগারোটি অঞ্চলেই এই কর্মসূচি দুই দফায় সম্পন্ন করা হয়।যারা যারা আবেদন করেছিলেন প্রায় প্রত্যেকের আবেদন অনুমোদন করা হয়েছে।


এই প্রসঙ্গে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় রাজীব সর্দার মহাশয় বলেন 29 শে ডিসেম্বর পর্যন্ত খাদ্য সাথী তে আবেদন পড়েছিল 1303 জন, শিক্ষাশ্রী তে 4 জন ,তপশিলি বন্ধুর জন্য 5 জন, কন্যাশ্রীর জন্য 23 জন, রূপশ্রীর জন্য 10 জন, ঐক্যশ্রীর জন্য 2 জন, কৃষক বন্ধুর জন্য 1122 জন, জব কার্ডের জন্য 1469 জন, প্রত্যেকের আবেদন অনুমোদন করা হয়েছে ।স্বাস্থ্য সাথীর জন্য 14,318 জন আবেদন করেছিলেন ।এর মধ্যে 13,300 জনের আবেদন অনুমোদন করা হয়েছে। বাকিদের অনুমোদন দেওয়ার কাজ চলছে । কাস্ট সার্টিফিকেট এর জন্য আবেদন করেছিল 5235 জন এরমধ্যে 3757 টি প্রসেসিং করা হয়েছে ,বাকি কাজ চলছে।


" দুয়ারে সরকার" কর্মসূচির 4 জানুয়ারি থেকে তৃতীয় দফায় আরম্ভ হবে। এই কর্মসূচিতে বেশি সংখ্যক মানুষ আসুক ও তাদের যে সুযোগ সুবিধা তা পাওয়ার জন্য আবেদন করুন ,এটা রাজ্য সরকারের পক্ষ থেকে BDO আবেদন রাখেন।