নতুন বছরে কবে কবে দেখা যাবে পূর্ণিমা, জেনে নিন বিস্তারিত 



পূর্ণিমা চন্দ্রের একটি কলা। পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত তার ঠিক উল্টো পাশে অবস্থান করে  চাঁদ। সূর্য দ্বারা পূর্ণভাবে আলোকিত হয় চাঁদ। চাঁদকে পূর্ণ গোলাকার চাকতি রুপে দেখা যায়।

আগামী বছর যে যে দিনে দেখা যাবে পূর্ণিমা: 

প্রথম পূর্ণিমা দেখা যাবে ২৮ জানুয়ারি। এই পূর্ণিমার নাম ‘উলফ মুন’। 

বছরের দ্বিতীয় পূর্ণিমা ২৭ ফেব্রুয়ারি, যার নাম ‘স্নো মুন’। 

বছরের তৃতীয় পূর্ণিমা ২৮ মার্চ। নাম ‘ওয়র্ম মুন’। 

বছরের চতুর্থ পূর্ণিমা ২৭ এপ্রিল। যার নাম ‘পিঙ্ক মুন’। 

 বছরের পঞ্চম পূর্ণিমা ২৬ মে, যার নাম ফ্লাওয়ার মুন’। 

২৪ জুন বছরের ষষ্ঠ পূর্ণিমা, যার নাম ‘স্ট্রবেরি মুন’। 

৩১ জুলাই দেখা যাবে ‘বাক মুন’। 

৩০ অগাস্ট দেখা যাবে ‘স্টারজিওন মুন’। 

২৯ সেপ্টেম্বর দেখা যাবে ‘হার্ভেস্ট মুন’। 

২৮ অক্টোবর দেখা যাবে ‘হান্টার’স মুন’। 

২৭ নভেম্বর দেখা যাবে ‘বিভার মুন’। 

আগামী বছরের শেষ পূর্ণিমা ‘কোল্ড মুন’ দেখা যাবে ২৭ ডিসেম্বর।