‌India Cyber Cop of the Year শিরোপা পেলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর ড্যানিস অতুল লাকরা 



কলকাতা পুলিশের মুকুটে নতুন পালক। দেশে সাইবার গোয়েন্দাদের মধ্যে সর্বোচ্চ শিরোপা ‘‌ইন্ডিয়া সাইবার কপ অফ ইয়ার’‌ (‌India Cyber Cop of the Year)‌ পেলেন লালবাজারের সাইবার থানার ইন্সপেক্টর ড্যানিস অতুল লাকরা। শুক্রবার ‌‘‌ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া’‌ (‌Data Security Council of India) এবং NASSCOM-এর বিচারে‌ ‘‌DSCI এক্সসিলেন্স অ্যাওয়ার্ড ২০২০’‌ পেয়েছেন তিনি।


কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সাইবার ক্রাইম দমনে সম্মানের নতুন পালক যোগ হল কলকাতা পুলিশের মুকুটে। দেশের সেরা 'সাইবার কপ'-এর খেতাবে ভূষিত হলেন কলকাতা পুলিশের সাইবার থানার ইন্সপেকটর ডেনিস অনুপ লাকরা। এবং 'ক্যাপাসিটি বিল্ডিং'-এর নিরিখে দেশের সেরা তিন সাইবার থানার মধ্যে অন্যতম নির্বাচিত হল কলকাতা পুলিশের সাইবার থানা।


'ডেটা সিকিওরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া'-র ( DSCI) এবং NASSCOM-এর বিচারে কলকাতা পুলিশের প্রাপ্তি এই সম্মান। এই দুই সংস্থার উদ্যোগে বার্ষিক সাইবার-নিরাপত্তা সম্মেলন ভার্চুয়ালি আয়োজিত হয়েছিল গতকাল। দেশের সমস্ত তদন্তকারী সংস্থার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে বিচারকরা দেশের সেরা 'সাইবার কপ' মনোনীত করেছেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর ডেনিস অনুপ লাকরাকে। 


আজ একটি অনুষ্ঠানে মাননীয় নগরপাল শ্রী অনুজ শর্মা সংবৰ্ধিত করেন শ্রী লাকরাকে।


এই খবরে খুশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। শুভেচ্ছা জানিয়েছেন ড্যানিস অতুল লাকরা’‌র সহকর্মীরাও।