উৎসবের মরশুমে ফের লকডাউনের পথে ইতালি!
সামনেই উৎসব, এই আবহে ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সংক্রমণে রাশ টানতে কড়া পদক্ষেপ ইতালির। ফের লকডাউনের পথে ইতালি। কাউন্সিল মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ২৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ফের লক ডাউনের ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্টে।
জানা গেছে, ২৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত রেড জোন থাকবে সারা দেশে। ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর এবং ৩১ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী লকডাউন থাকবে। ২৮, ২৯, ৩০ এবং ৪ জানুয়ারি ওরেঞ্জ জোন থাকবে সারা দেশে। উৎসবের মরশুমে সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বড়দিন এবং নতুন বছর উদযাপনের জন্য এক জায়গায় ২ জনের বেশি থাকতে পারবেন না। রাত ১০টায় কার্ফু জারি হবে।
প্রধানমন্ত্রীর কথায়, রেড জোনের অর্থ যথেষ্ট প্রমাণ নিয়ে প্রতিটি বাড়ি থেকে স্বাস্থ্য সহ অন্য কোনও জরুরী প্রয়োজনে একজন বেরোতে পারবেন। নিয়ম মানার জন্য ইতালির মানুষকে আহ্বান জানিয়েছেন তিনি।ইতালিতে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১৫ হাজার ৩৭৭ জন। মৃতের সংখ্যা ৬৭ হাজার ৮৯৪ ছাড়িয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊