IND vs AUS ODI: হোয়াইট ওয়াস থেকে বাঁচার লড়াইয়ে মাঠে টিম ইন্ডিয়া, অভিষেক টি নটরাজনের
আজ তৃতীয় আন্তর্জাতিক একদিনের ম্যাচে খেলতে নেমেছে ভারত- অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সফরের শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম দুই একদিনের ম্যাচ হেরে একদিনের সিরিজ হেরে গিয়েছে ভারত। আজ তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে হোয়াইট ওয়াস থেকে বাঁচার লড়াই টিম ইন্ডিয়ার। টসে জিতে মানুকা ওভালে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মানুকা ওভাল মাঠের ইতিহাসও অনেকটাই সিডনির মতো। এখানেও গত সাত ম্যাচে প্রথম ব্যাট করা দল জিতেছে। গড় রান এখানে হয় প্রায় ৩৫০। তবে, এখানকার বাউন্ডারিও বেশ বড়।
শেষ ম্যাচে মোট চারটি পরিবর্তন করল ভারত। যুযবেন্দ্র চহাল, মহম্মদ শামি, নবদীপ সাইনি ও ময়াঙ্ক আগরওয়াল-কে বাদ দিয়ে প্রথম একাদশে এসেছেন শুভমান গিল, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। পাশাপাশি আজ আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অভিষেক হল বাঁহাতি পেসার টি নটরাজনের।
এক নজরে দুদলের প্রথম একাদশ
ভারত- শিখর ধবন, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যসপ্রীত বুমরাহ ও টি নটরাজন।
অস্ট্রেলিয়া- অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুশান, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, মোয়েজ হেনরিক্স, অ্যালেক্স কারে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন আগর, শন অ্যাবট ও যশ হ্যাজেলউড।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊