সাহেবগঞ্জ থানার শিমুল বাড়ি বাজারে বিজেপির পথসভা
নিজস্ব সংবাদদাতা:
মঙ্গলবার দিনহাটা ২ নং ব্লকের অন্তর্গত বড়শাকদল অঞ্চলের শিমুলবাড়ি বাজারে বিজেপির পথসভা অনুষ্ঠিত হল। রাজ্য জুড়ে তৃনমূল সরকারের সন্ত্রাস, দুর্নীতি, অপশাসন, অন্যায়, অত্যাচার ও খুনের ঘৃন্য রাজনীতির বিরুদ্ধে তাদের এই পথ সভা বলে দাবি বিজেপি কর্মী সমর্থকরা।
সন্ধ্যা ৬ ঘটিকায় পথসভা শুরু হয়। উপস্থিত ছিলেন বিজেপি ZP 26 মন্ডল সভাপতি মৃদুল ঈদের, ৭ নং বিধানসভা কনভেনার কল্যাণ সরকার, সুধাংশু কুমার রায় সহ আরো অনেকে।
দেখুন ভিডিও-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊