মোবাইল টাওয়ার বসানোর ফাঁদে পরে হারাতে হলো ৩ লাখ ২০ হাজার টাকা

মোবাইল টাওয়ার বসানোর ফাঁদে পরে হারাতে হলো ৩ লাখ ২০ হাজার টাকা



নিজের জমিতে বসবে মোবাইল টাওয়ার, তারপর প্রতিমাসে বসে থেকে ইনকাম। আর এই মোবাইল টাওয়ার বসানোর ফাঁদে পরে ৩ লাখ ২০ হাজার টাকা হারাতে হলো এক ব্যক্তিকে।

ঘটনাটি কলকাতার
ইকোপার্ক পুলিশ থানার অন্তর্গত। বিধাননগর পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর তারিখে সকালবেলা এক ব্যক্তি ইকোপার্ক থানায় এসে অভিযোগ জানান যে, একজন ব্যক্তি তাকে প্রস্তাব দিয়েছিলেন যে টাকার বিনিময়ে তার বাড়িতে এয়ারটেলের টাওয়ার স্থাপন করা হবে। কিন্তু তার আগে License fee, pollution ইত্যাদি বিভিন্ন কারণে তাঁকে কিছু টাকা দিতে হবে। অভিযোগকারী তার ব্যাংকের একাউন্ট থেকে প্রথমে 3.2 লক্ষ টাকা জমা করেন। পরে উল্লিখিত ব্যক্তি সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন।

আর এই অভিযোগ আসার পড়েই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পুলিশ। তদন্ত চলাকালীন ইকো পার্ক থানার আধিকারিক চারটি ব্যাংক একাউন্ট freeze করেন। কিন্তু অপরাধী পলাতক ছিল। তবে সমস্ত রকম বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে অপরাধী কে locate করা হয় এবং শেষ পর্যন্ত গতকাল গ্রেফতার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ