৮ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক বিক্ষোভকারী কৃষকদের


পাঞ্জাব, হরিয়াণা সহ বেশ কয়েকটি রাজ‍্যের কৃষকেরা আন্দোলনে নেমেছে নয়া কৃষি আইনের বিরুদ্ধে। নয়া কৃষি আইনের বিরোধীতায় সরব হয়েছে বিরোধী দল গুলো। কয়েকদিন থেকেই দেশের কৃষক সংগঠন গুলি দিল্লীর রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে এই আন্দোলন নিল আর এক নয়া মোড়। এবার কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে রাজধানী দিল্লির বাইরে বিক্ষোভরত কৃষকরা আগামী ৮ই ডিসেম্বর মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা রাজধানীমুখী সমস্ত রাস্তা অবরুদ্ধ করে দেবেন।



৮ ডিসেম্বরের ধর্মঘটের অংশ হিসেবে টোল আদায় বন্ধ করে দেওয়ার কথা জানালেন আন্দোলনকারী কৃষকরা। বিক্ষোভরত সংগঠনগুলির মধ্যে অন্যতম একটি সংগঠনের নেতা হরবিন্দর সিংহ লাখোয়াল এ কথা জানিয়েছেন।


কৃষক নেতারা জানিয়েছেন, কর্ণাটকে ৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিধানসভার বাইরে কৃষকদের ধর্ণা হবে। পশ্চিমবঙ্গে পথ অবরোধ আন্দোলন হবে। এই আন্দোলনের মোকাবিলা করার হিম্মত কোনও সরকারের নেই।