মডেলের ফটোশ্যুট করে গ্রেফতার ফটোগ্রাফার!



মিশরের ফ্যাশন মডেল সালমা আল সিমি মিশরের বাসিন্দাদের প্রাচীন পোশাকে পিরামিডের সামনে ফটোশ্যুট করেছেন। সোশ্যাল মিডিয়ায় নিমেষেই ভাইরাল। আর সেই ছবি ভাইরাল হতে ব্যবস্থা নিল স্থানীয় প্রশাসন। ফটোশ্যুটের ক্যামেরাম্যানকে গ্রেফতার করেছে তারা। আগে শোনা গিয়েছিল মডেল সালমাও গ্রেফতার হয়েছেন। পরে জানা যায় সালমা আল সিমি গ্রেফতার হননি। 


মিশর সরকারের বক্তব্য, বিশ্বের অন্যতম এই প্রাচীন আশ্চর্যের সামনে কোনও অনুমতি ছাড়াই ছবি তুলেছেন সালমা। এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এখন তদন্ত করে দেখছে, পিরামিডের সামনে কীভাবে হল এই ফটোশ্যুট।


পিরামিডের সামনে ফটোশ্যুট করায় গ্রেফতার হয়েছেন ফটোগ্রাফার। ফটোশ্যুটের স্থানের পাশেই অন্তত ৩০০০ বছরের পুরনো সমাধিস্থল রয়েছে। পিরামিডটি নির্মাণ করেন রাজা জোসের। প্রায় ২০ বছর শাসন করেন তিনি। এখানে কোনও ধরনের খোলামেলা ছবি নিষিদ্ধ।



আল-শিমি ইনস্টাগ্রামে ছবিগুলি এবং একটি ভিডিও শেয়ার করার কয়েক মুহূর্ত পরে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাদের "আপত্তিকর", "অশালীন" এবং "অনুচিত" বলে অভিহিত করেছেন।