Latest News

6/recent/ticker-posts

Ad Code

২০২০ সালে ভারতের প্রথম ১০টি পুলিশ থানার নাম ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক

২০২০ সালে ভারতের প্রথম ১০টি পুলিশ থানার নাম ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক  



ভারত সরকার প্রতি বছর সেরা কাজকর্ম সম্পাদনের নিরিখে পুলিশ থানাগুলির কাজকর্মে আরও উৎসাহদান ও পারস্পরিক সুস্থ প্রতিযোগিতার লক্ষ্যে সেরা থানাগুলিকে চিহ্নিত করে থাকে। প্রতি বছরের ন্যায় এ বছরেও প্রকাশিত হয়েছে সেরা থানা গুলির নাম। মোট ১০ টি থানা সেরার তালিকায় স্থান পেয়েছে। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের কচ্ছ – এ ২০১৫’তে পুলিশের মহানির্দেশকদের সম্মেলনে দেশের সেরা থানাগুলিকে চিহ্নিত করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেরা পুলিশ থানাগুলিকে চিহ্নিতকরণের সমীক্ষা চালান। কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে হ্নিতকরণের সমীক্ষা চলে। সেরা পুলিশ থানাগুলির অধিকাংশই দেশের ছোট শহর ও গ্রামাঞ্চলের।


স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছেন, চিহ্নিত সেরা পুলিশ থানাগুলির অধিকাংশই দেশের ছোট শহর ও গ্রামাঞ্চলের। গ্রামাঞ্চল ও ছোট শহরগুলির পুলিশ থানাগুলির ক্রমতালিকায় স্থান পাওয়া থেকে এটাই প্রমাণিত হয় যে, সম্পদের যোগানের চেয়েও সর্বাধিক গুরুত্বপূর্ণ হ’ল অপরাধ নিয়ন্ত্রণ ও দেশের সেবায় পুলিশ কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠা।



দেশে ১৬ হাজার ৬৭১টি পুলিশ থানার মধ্যে সম্পত্তিগত বাবদ-বিবাদ নিষ্পত্তি ও এ সংক্রান্ত অভিযোগের সমাধান; মহিলাদের বিরুদ্ধে অপরাধ ঠেকানো; দুর্বলতর শ্রেণীর মানুষের ওপর অত্যাচার ও শোষণ বন্ধ করা; নিখোঁজ ব্যক্তিদের হদিশ তথা অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে খুঁজে বের করা ও অজ্ঞাত পরিচয় ব্যক্তির শবদেহ চিহ্নিতকরণ প্রভৃতি কাজ কর্মের ভিত্তিতে মোট ৭৫টি পুলিশ থানাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। এর মধ্য থেকে সেরা ১০টি পুলিশ থানাকে বেছে নেওয়া হয়েছে।

২০২০ সালে দেশের প্রথম ১০টি পুলিশ থানা  :

রাজ্য

জেলা

পুলিশ থানা

মণিপুর

থৌবাল

নংপোকসেকমাই

তামিলনাডু

সালেম সিটি

এডব্লিউপিএস-সুরমঙ্গলম

অরুণাচল প্রদেশ

চাঙলাঙ

খারসাং

ছত্তিশগড়

সুরজপুর

ঝিলমিলি (ভাইয়া থানা)

গোয়া

দক্ষিণ গোয়া

সাংগুয়েম

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

উত্তর ও মধ্য আন্দামান

কালিঘাট

সিকিম

পূর্ব সিকিম

প্যাকং

উত্তর প্রদেশ

মোরাদাবাদ

কান্থ

দাদরা ও নগর হাভেলী

দাদরা ও নগর হাভেলী

খানভেল

১০

তেলেঙ্গানা

করিমনগর

জাম্মিকুন্তা টাউন পিএস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code