জেলা পরিষদ দফতরে বিক্ষোভ জেলা ভুমিহারা কমিটির


জলপাইগুড়ি:- 

জলপাইগুড়ি জেলা পরিষদ দফতরে বিক্ষোভ জলপাইগুড়ি জেলা ভুমিহারা কমিটির। 


মঙ্গলবার জলপাইগুড়ির রাজপথে বিক্ষোভ মিছিল করে ভূমিহারা কমিটির কয়েকশো সদস্য।এরপর জলপাইগুড়ি জেলা পরিষদ দফতরে এসে প্রবল বিক্ষোভ শুরু করেন তারা।মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনীও।


এরপর সহ-সভাধিপতি দুলাল দেবনাথের সাথে বৈঠক করে কমিটির একটি প্রতিনিধি দল।সেখানে তাদের স্মারকলিপি নিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেন সহ সভাধিপতি।


যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, এরপরও যদি দাবি পূরণ না হয়, তাহলে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন হবে। প্রয়োজনে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করবেন তারা।