ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ক্রোয়েশিয়া, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


সংবাদ একলব্যঃ বড়দিনের রেশ শেষ হতে না হতেই ধ্বংসস্তূপে পরিণত মধ্য ক্রোয়েশিয়া। মঙ্গলবার ৬.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে সমগ্র ক্রোয়েশিয়াতেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেট্রিনজা শহর। 


রাজধানী জাগ্রেব থেকে প্রায় ৩০ মাইল দূরে দুপুরের পরে এই ভূমিকম্পটি বালকানজুড়ে অনুভূত হয়। এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুটি ছিল পেট্রিনজা এবং সিসাক শহরের কাছে, যা এই অঞ্চলের বৃহত্তম হাসপাতালের আবাসস্থল। পাশাপাশি প্রতিবেশী দেশ সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং অস্ট্রিয়ায় দক্ষিণাংশেও ভূমিকম্প টের পেয়েছেন। এর আগে সোমবার এই অঞ্চলে প্রথমবার ভূমিকম্প হয়। তার পরেই ফের এই দিন কেঁপে ওঠে ক্রোয়েশিয়া। এখানকার অধিকাংশ বাড়িই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে আহত হয়েছেন অনেকেই।



ট্যুইটারে এই কম্পনের ক্ষয়ক্ষতির ভিডিও ছড়িয়ে পড়তেই বহু মানুষ দেখেছেন।