Latest News

6/recent/ticker-posts

Ad Code

টাইগার ইজ ব্যাক! ৯ বছর পর নিজের গড়ে ফিরলেন সিপিআইএম (CPIM) নেতা সুশান্ত ঘোষ



টাইগার ইজ ব্যাক! ৯ বছর পর নিজের গড়ে ফিরলেন সিপিআইএম (CPIM) নেতা সুশান্ত ঘোষ


ঘরের ছেলে ঘরে ফিরলেন। কঙ্কালকাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ জামিন পেলেও আদালতের নির্দেশে জেলায় ঢোকার অনুমতি পাননি। সেই নিষেধাজ্ঞা উঠেছে। দীর্ঘ ৯ বছর পর কর্মী, সমর্থকদের প্রবল উচ্ছ্বাস, উদ্দীপনার মধ্যে দিয়ে গড়বেতায় পা রাখলেন সিপিআইএম (CPIM) নেতা সুশান্ত ঘোষ। ঘরের ছেলেকে ঘরে ফেরাতে পা মেলালেন সুজন চক্রবর্তী। 


গড়বেতায় সুশান্ত ঘোষের ফেরা নিশ্চিত হতেই স্লোগান উঠেছিল, 'দ্যা টাইগার ইজ ব্যাক।' লাল পতাকায় মোড়া রাস্তাঘাট । প্রবল উচ্ছ্বাস, উদ্দীপনা দেখা যায় কর্মীদের মধ্যে। নিজের গড়ে ফিরে যাবার আগে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ফের লাল পতাকা হাতেই মাঠে নামবেন। দল যা নির্দেশ দেবে, তা পালন করবেন।



এদিন সুজন চক্রবর্তী জানান, ঘরের ছেলেকে ঘর থেকে উৎখাত করতে চেয়েছিল যাঁরা, তাদেরই উৎখাত হতে হবে। চক্রান্ত করে ফাঁসানো হয়েছে সুশান্তকে। এদিকে সোমবারই আলিমুদ্দিনের পার্টি অফিস থেকে বের হওয়ার সময় তিনি বলেছিলেন, কঙ্কাল কোথায় কীভাবে এল তার সবই জানতে পারবেন রাজ্যবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code