পাবলিক সার্ভিস কমিশন(PSC) কর্তৃপক্ষের কাছে পুনরায় পরীক্ষা নেবার ব্যবস্থা গ্রহণের দাবী জানালো SFI 



সুজাতা ঘোষ , বাগডোগরা :

গোটা রাজ্য জুড়ে আজ PSC দ্বিতীয় ধাপের পরীক্ষা ছিল। উত্তরবঙ্গের জেলা গুলির পরীক্ষা কেন্দ্র ছিল শিলিগুড়িতে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের শিলিগুড়িতে আসার কথা কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে পথ অবরোধ,ট্রেন অবরোধ ও যানজটের কারণে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ বেশকিছু জেলার পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয়,এমনকি এই সমস্যার ফলে দেরি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোয় প্রতিবন্ধী কিছু পরীক্ষার্থীও পরীক্ষা থেকে বঞ্চিত থেকে যায়। 



  তাই আজ ভারতের ছাত্র ফেডারেশন দার্জিলিং জেলা কমিটি সম্পূর্ণ ভাবে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পাবলিক সার্ভিস কমিশন(PSC) কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন,অতি শীঘ্রই যে সকল ছাত্রছাত্রী আজ নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি সেই সকল ছাত্রছাত্রীদের  পুনরায় পরীক্ষা নেবার ব্যবস্থা গ্রহণ করা হক।