সুরক্ষা বিধি মেনেও আমি COVID-19 পজিটিভ: করোনা আক্রান্তের পর আবির
করোনার ভয়াল থাবা চলছেই। ইতিমধ্যে সারা বিশ্বে ছাপিয়ে গেছে করোনা। ছাড়েনি সেলিব্রিটি থেকে নেতা মন্ত্রী বা সাধারনকেও। বিশ্বজুড়ে চলা মহামারি বাগে আনতে একাধিক পদক্ষেপ গ্রহণ করলেও এখনো ততটা নিয়ন্ত্রন হয়নি। দিনে দিনে অব্যাহত সংক্রমন। এবার করোনা আক্রান্ত হলেন টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
রবিবার করোনা আক্রান্তের কথা নিজেই জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন সুরক্ষাবিধি কঠোর ভাবে পালন করলেও করোনা আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি সুস্থ আছেন। পাশাপাশি সুরক্ষাবিধি মেনে চললেও কাজের স্বার্থে যারা তাঁর খুব সংস্পর্শে এসেছেন তাঁদের টেস্ট করার অনুরোধ করেছেন।
এদিন টুইটার ও ইন্সটাগ্রামে আবির চট্টোপাধ্যায় লিখেছেন, ''ফের একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তাঁরা সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই কাজ করছিলেন। আমি এবং আমার টিমও সবকিছু মেনে চলেছি, কিন্তু তারপরেও আমার Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।''
তিনি আরও লিখেছেন, ''এসব সত্ত্বেও অদ্ভুত ভাবে আমি ফিট আছি, সুস্থ আছি। শুধু কোনওকিছুর গন্ধ পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি। পরিবারের সকলেই শীঘ্রই টেস্ট করাবেন। শুধু প্রার্থনা করছি, তাঁরা যেন নিরাপদে থাকে।''
পাশাপাশি, সংস্পর্শে আসা সকলকে সচেতন করে দিয়ে তিনি লেখেন, "এই কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি যেন তাঁরাও কোভিড টেস্ট করে নেন। এটা তাঁদের সুরক্ষার কারণেই করা উচিত। সকলের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।''
সম্প্রতি মুক্তি পেয়েছে আবির অভিনীত 'সুইজারল্যান্ড' ছবিটি। পাশাপাশি Zee বাংলা 'সারেগামাপা'-র সঞ্চলনাও করছেন আবীর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊