সাইকোলজিক্যাল থ্রিলারে বাঙালি অভিনেত্রী শ্রদ্ধা-ইতিমধ্যে সামনে এসেছে বেশ কিছু ছবি 




ভারতীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা দাস। মঞ্চনাটকের মাধ্যমে তার অভিনয়ে হাতেখড়ি। এরপর নাম লেখান চলচ্চিত্রে। প্রথম চলচ্চিত্রে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।

বাঙালি পরিবারের মেয়ে শ্রদ্ধা। ভারতের তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ভাষার মতো বাংলা ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন। অন্যান্য ভাষার মতো বাংলা ভাষার সিনেমায় অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে কন্নড় ভাষার একটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। 



ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শ্রদ্ধা দাস। বেড়েও উঠেছেন এই শহরে-মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি. ২০০৮ সালে তেলেগু ভাষার ‘সিধু ফ্রম সিকাকুলাম’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ২০১০ সালে ‘লাহোর’ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন এই অভিনেত্রী।২০১৪ সালে ‘রয়েল বেঙ্গল টাইগার’ সিনেমার মাধ্যমে বাংলা ভাষার সিনেমায় প্রথম অভিনয় করেন শ্রদ্ধা। 


শ্রদ্ধা দাস বাঙ্গালি হলেও মহারাষ্ট্রে পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা পুরুলিয়ার একজন ব্যবসায়ী ছিলেন এবং , তার মা একজন গৃহিনী ছিলেন।  মুম্বাইতে জার্নালিজম মাস কম বিষয়ে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে নিজের গ্র‍্যাজুয়েশন করেন। পড়াশোনার পাশাপাশি থিয়েটার করতেন। স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। তাই নিজের পড়াশোনা শেষ করে অভিনয় জগতে নাম লেখান।



সম্প্রতি AARDHAM নামের একটি সিনেমা নিয়ে বেশ আশাবাদী শ্রদ্ধা। নিজের ইন্সটা তে জানিয়েছ- মাস কম ও জার্নালিজম এর অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন এই সিনেমায়। আসলে এই রহস্য রোমাঞ্চে ভরা সিনেমায় শ্রদ্ধাকে দেখা যাবে পুলিশের ভূমিকায়। 


নভেম্বরে শুরু হয়েছে শ্যুটিং। জোরকদমে চলছে প্রস্তুতি । শ্যুটিংয়ের 50 ভাগ শেষ হয়েছে। প্রো-ডুসার রাধিকা শ্রীনীবাস বলেছিলেন, "এটি একটি আকর্ষক মনস্তাত্ত্বিক থ্রিলার। আমরা  নভেম্বরে শুটিং শুরু করেছি । এখন আমরা হায়দরাবাদ ও চেন্নাইয়ে শিডিয়ুল শুটিং করছি। শীঘ্রই, আমরা অ্যাকশন দৃশ্যের শুটিং করতে যাচ্ছি।"

পরিচালক মানিকান্ত তেল্লগুটি বলেছেন- এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার, আশা করি কাজটি সকলের ভালো লাগবে।