বর্ধমান পৌর উৎসবের সূচনা ২৩ শে জানুয়ারি

সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান

কভিড প্রটোকল মেনে আগামী ২৩ শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বর্ধমান পৌর উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বর্ধমান টাউন হলে আজ এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন বর্ধমান পৌরসভার ইও অমিত গুহ মহাশয়। এছাড়া এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর মহকুমাশাসক,বর্ধমান সদর থানা আইসি পিন্টু সাহা সহ্য অন্যান্যরা।



সাংবাদিক সম্মেলনে ইও সাহেব বলেন বর্ধমান পৌর উৎসব বর্ধমান বাসির উৎসব।বর্ধমান বাসির আনন্দের উৎসব। প্রতি বছরের মত এবছরও বর্ধমান বাঁকার মাঠে অনুষ্ঠিত হবে বর্ধমান পৌর উৎসব। অন্যান্য বছরের মত এবছরের উৎসবে থাকবে সব রকম ইভেন্ট।নাচ গানের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।অংশ্যগ্ৰহন করবেন স্থানীয় এবং বাইরের শিল্পীরা।উৎসবের থিমের নাম রাখাহয়েছে বর্ধমানের বড়নীয় বিশ্বের স্মরনীয়।সাংবাদিক সম্মেলনে ২০১৯ সালের আয় ব্যায়ের হিসাব পেস করাহয়।



সম্মেলনে আই সি পিন্টু সাহা বলেন বর্তমানে বর্ধমানে কোভিড পরিস্থিতি অনেকটা আয়ত্বের মধ্যে এসেছে।খুব একটা খারাপ অবস্তায় নেই।আমরা চাইছি আরো ভালো জায়গায় নিয়ে আসতে।সেই কারনে সমস্ত কভিড পোটকল মেনেই এই উৎসব হবে।