নয় দফা দাবিসহ দিনহাটা মহকুমা শাসকের করণে ডেপুটেশন কোচবিহার জেলা বিজেপি যুব মোর্চা
কোচবিহার জেলার সীমান্তবর্তী শহর দিনহাটা পৌরসভার বিনষ্টের পথে দাবি তুলে কয়েক দফা দাবি সহ মহকুমা শাসকের করণে ডেপুটেশন দিলো কোচবিহার জেলা ভারতীয় জনতা যুব মোর্চা। বিজেপি কোচবিহার যুবমোর্চা সভাপতি মাননীয় অজয় সাহার নেতৃত্বে দিনহাটা মহকুমা শাসক করণে দেওয়া হয় নয় দফা দাবিসহ গন ডেপুটেশন। ডেপুটেশনের উদ্দেশ্য ছিল দিনহাটা পৌরসভায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ।পৌরসভায় নিয়োগ দুর্নীতি,কাটমানি নিয়ে ঘর পাইয়ে দেওয়া সহ বিভিন্ন অভিযোগ। দিনহাটা শহরে পানীয় জলের সমস্যা থেকে রাস্তা সংস্কার, নিকাশি ব্যবস্থার বেহাল দশা সংস্কার, অস্বাস্থ্যকর পরিবেশ ও যানযট সংক্রান্ত সমস্যার সমাধানের দাবি জানানো হয়েছে ডেপুটেশনে। দিনহাটা সংহতি ময়দান থেকে মিছিল শুরু করে দিনহাটা শহর পরিক্রমা করার পর মহকুমা শাসক করণে অভিযোগ গুলি লিখিত আকারে জমা করেন। এই ডেপুটেশনকে কেন্দ্র করে মহকুমা শাসক করণে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এ প্রসঙ্গে মাননীয় অজয় সাহার বলেন "এই দুর্নীতি গুলির দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।"
দাবি গুলি হল-
- নাগরিকদের জন্য অতিসত্বর পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে।
- অবিলম্বে পৌর এলাকার বেহাল রাস্তা সংস্কার করতে হবে।
- বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা করে নিকাশি ব্যবস্থা সংস্কার করতে হবে যাতে বর্ষাকালে শহর জল মগ্ন না হয়।
- পৌর পরিষেবা প্রদান কারী প্রতিটি সাফাই ও কর্মীদের বেতন প্রতিমাসে নির্দিষ্ট সময়ে দিতে হবে।
- বোর্ডিং পাড়া দিঘি ও দোলাবারি দিঘি সংস্কার ও সৌন্দর্যায়ন করতে হবে।
- চওড়াহাট বাজারে অগ্নিনির্বাপক ব্যবস্থা করতে হবে এবং জঞ্জাল নিয়মতি পরিষ্কার করতে হবে।
- পৌরসভার অধীন 'সকলের জন্য ঘর' উপযুক্ত বেনেফিসারীদের দিতে হবে।
- পৌরসভা এলাকার স্থানীয় পরিবেশ ভয়মুক্ত ও বিশেষ করে রাতে নারীদের চলাফেরার নিরাপদ পরিবেশ থাকতে হবে। বহিরাগতদের যাতায়ত রাতে নিয়ন্ত্রনে রাখতে হবে।
- উপযুক্ত পথবাতির ব্যবস্থা প্রতিটি প্রান্তিক গলিতেও করতে হবে।
পাশাপাশি, ডেপুটেশন কপিতে এও জানানো হয় যে, উপযুক্ত ব্যবস্থা দ্রুত না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊