Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেলদা আবগারি পুলিশ এর তৎপরতায় ধরা পড়লো চোলাই মদ




বেলদা আবগারি পুলিশ এর তৎপরতায় ধরা পড়লো চোলাই মদ



বেলদা আবগারি পুলিশ এর তৎপরতায় ধরা পড়লো চোলাই মদ। বুধবার বেলদার এই ঘটনার চাঞ্চল্য ছড়াল। বেলদা আবগারি দফতর সূত্রে খবর, এক চোলাই পাচারকারী চোলাই সমেত ধরা পড়েন। ধৃতের নাম বিষ্ণুপদ নায়েক। বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম। এদিন নয়াগ্রাম থেকে বিপুল পরিমাণ চোলাই নিয়ে একটি ছোট চারচাকা গাড়িতে বেলদার দিকে আসছিলেন ওই ব্যক্তি। 


গোপন সূত্রে খবর পেয়ে, কেশিয়াড়ির পাঁচিয়াড়ের কাছে গাড়িটিকে আটকায় আবগারি পুলিশ। তাকে বেলদাতে আনা হয়। পুলিশ জানাচ্ছে, পাঁচিয়াড়েও পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। অফিসের সামনে থেকে ফের পালানোর চেষ্টা করে। কিন্তু সফল হয়নি। ছুটে পালিয়ে যাওয়ার সময় পিছু ধাওয়া করে আবগারি পুলিশ। বেলদা রেল স্টেশনের কাছে আবগারি অফিস থেকে বাজারের মধ্য দিয়ে ছুটে পালানোর সময় পিছু ধাওয়া করে গঙ্গাধর স্কুলের সামনে তাকে পাকড়াও করা হয়েছে। 


আবগারি জানাচ্ছে, ধৃতের কাছ থেকে প্রায় চারশো লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়েছে। শেষ খবর পর্যন্ত জানা যায় যে এদিন ধৃতকে দাঁতন এসিজেএম আদালতে তোলা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code