'কৃষি গৌরব, শিল্প সম্পদ', সিঙ্গুরে শিল্প নিয়ে বড় ঘোষনা মুখ্যমন্ত্রীর
৩৫ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে ২০১১ সালে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যার অনুঘটক হিসেবে কাজ করেছে সিঙ্গুর আন্দোলন। সামনেই বিধানসভা নির্বাচন। ফলে সিঙ্গুরে শিল্প হয়ে উঠতে চলেছে বিরোধীদের প্রচার অস্ত্র। নিজস্ব প্রতিবেদন: সালটা ২০১১। সেই সিঙ্গুরে বৃহস্পতিবার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'কৃষি আমাদের গৌরব, শিল্প সম্পদ।'
এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান। এদিন মমতা বন্দোপাধ্যায় বলেন,'সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাসস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। সেখানকার ফসল সুজলা, সুফলা। ১১ একর জমির উপরে পার্ক তৈরি করছে পশ্চিমবঙ্গ ক্ষুদ্রশিল্প উন্নয়ন নিগম। সিঙ্গুর রেলস্টেশনের কাছে জমি ঘেরা শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক শিল্পপতিদের ১০ থেকে ৩০ কাটার প্লট দেওয়া হবে। বড় প্লটও থাকছে। শিল্পপতিদের ইচ্ছা অনুযায়ী পরিকল্পনাও করতে পারি।'
তৃণমূলের সরকার কৃষকদের পাশে সব সময় আছে মনে করিয়ে দিয়ে তিনি জানান, 'সিঙ্গুরের জমি ফেরত দিয়েছি। চাষিদের সম্ভবত দুই বা আড়াই হাজার টাকা প্রতি মাসে দিই।বিনা পয়সায় চাল দিই।' কোভিড পরিস্থিতিতে বিনিয়োগ হচ্ছে বলে উল্লেখ করেন মমতা।
রাজনৈতিক মহলের মনে করছে, সামনের বিধানসভা ভোটে সিঙ্গুরে শিল্পকে টার্গেট করে মাঠে নামতে চলেছে রাজ্যে প্রধান বিরোধী বিজেপি। তাই সম্ভবত সিঙ্গুরে কৃষিনির্ভর শিল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊