Latest News

6/recent/ticker-posts

Ad Code

'আর নয় অন্যায়' এর কর্মসূচি বিজেপির



" আর নয় অন্যায়" এর কর্মসূচি  বিজেপির



আজ রাজ্য ব্যাপী বিজেপির নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পশ্চিম বঙ্গের প্রতিটি বিধান সভার মতো ময়না বিধানসভাতেও যুব মোর্চার ডাকে " আর নয় অন্যায়" এর কর্মসূচি গ্রহণ করা হয়।এই কর্মসূচি অনুযায়ী একটি বাইক মিছিল বের করা হয় । শ্রীরামপুরের ব্রিজ থেকে বলাই পান্ডা পর্যন্ত ১৫ কিলোমিটার এই মিছিল হয়।এই মিছিলে প্রায় ৫০০ টি বাইক অংশ গ্রহণ করে।মেয়েরা সুসজ্জিত পোশাকে বাদ্য যন্ত্র সহযোগে এই মিছিলে যোগদান করে। 


এছাড়াও মিছিলে যোগদান করেন পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক চন্দন মণ্ডল ,উত্তর মণ্ডলের সভাপতি দেবদাস মাইতি সহ তমলুক সাংগঠনিক কমিটির বিশিষ্ট নেতা নেত্রী বর্গরা ।

"আর নয় অন‍্যায়" কর্মসূচী বিজেপির

Posted by Sangbad Ekalavya on Saturday, December 5, 2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code