নুতন সংসদ ভবনের ভূমি পূজা করবেন প্রধানমন্ত্রী



আগামী ১০ই ডিসেম্বর নুতন সংসদ ভাবনের ভূমি পূজার মাধ্যমে শুরু হতে চলেছে ভারতের নুতন পার্লামেন্ট ভাবনের l

ভূমি পূজা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী l 

নুতন ভবনটি আনুমানিক আগামী ২০২২সালের  অক্টোবরে সম্পূর্ণ রূপে সেজে ওঠবে l

ভারতের স্বাধীনতার ৭৫বছরের উপলক্ষে দ্বার উৎঘটন হবে এই পার্লামেন্ট ভবনটির l