পাওয়ার লিফটার মায়া পাল এবং বিশ্বনাথ বর্মনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পুজোর আনন্দ গ্রুপ
কোচবিহার:
কোচবিহারের মধুপুর গ্রামের হরিপুর ব্লকের বাসিন্দা তথা জাতীয় স্তরের সাবজুনিয়র বিভাগের পাওয়ার লিফটিং এর প্রতিযোগী মায়া পাল সম্প্রতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পেয়েছেন। মহারাষ্ট্রে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। কিন্তু তার অংশগ্রহণের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় আর্থিক অক্ষমতা, বিষয়টির খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পায়। সেই খবর দেখে আজ মায়া পালের বাড়ি গিয়ে 'পুজোর আনন্দ' উদ্যোগের পক্ষ থেকে চার হাজার টাকা আর্থিক সাহায্য করা হল।
অপরদিকে পারিবারিক হিংসার শিকার হয়ে তরুন তরতাজা কোচবিহারের বিনপট্টির যুবক বিশ্বনাথ বর্মন নার্সিংহোমে ভর্তি (প্রথমে মিশন হসপিটালে, বর্তমানে শুভম হসপিটালে)। মুখের মারাত্মক ভাবে বিকৃতি ঘটেছে এবং চোয়াল ভেঙে গিয়েছে। তার বন্ধুরা স্যোশাল মিডিয়ায় আবেদন রেখেছিল সাহায্যের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সেই দেখে আজ 'পুজোর আনন্দ'আয়োজনের পক্ষ থেকে আজ অপারেশনের জন্য ৪০০০টাকা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
পুজোর আনন্দের পক্ষ থেকে প্রসেনজিৎ কুন্ডু বলেছেন, আমরা ৭ বন্ধু দীপ্তেন্দু দে, দেবতোষ সরকারের , ঝিলিক আচার্যী, দেবজ্যতি চক্রবর্ত্তী, সাগ্নিক চক্রবর্ত্তী, সৌরভ বণিক সারাবছর জেলা ও রাজ্যের বিভিন্ন স্থানে কর্মরত থাকি এবং পুজোর সময় সবার সাথে আনন্দ ভাগ করে নি খাদ্য বন্টনের মাধ্যমে, এবারেও সেই উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেখান থেকে বেশকিছু টাকা উদ্বৃত্ত হয়। সেটা দিয়েই আমরা আজ মায়া পাল এবং বিশ্বনাথ বর্মনের পাশে দাড়ালাম। আমরা আশা রাখি মায়া রায় আন্তর্জাতিক স্থরে কোচবিহারের নাম উজ্জ্বল করবে এবং বিশ্বনাথ বর্মন দ্রুত সুস্থ হয়ে উঠবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊