বর্ধমান অ্যাকাডেমি অফ মার্শাল আর্টের ট্রেনিং ক্যাম্প ও ব্লাক বেল্ট গ্রেডিং



বর্ধমান অ্যাকাডেমি অফ মার্শাল আর্টের উদ্যোগে একটি ট্রেনিং ক্যাম্প ও ব্লাক বেল্ট গ্রেডিং অনুষ্ঠিত হল। বর্ধমানের কালনাগেট শিশু উদ্যানে আয়োজিত এই ক্যাম্পে প্রশিক্ষণ দিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সোতোকান ক্যারাটে ডু স্কুলের চিফ টেকনিক্যাল ডাইরেক্টর সিহান মনোরঞ্জন বিশ্বাস। 


এদিন তিনটি বিভাগে মোট দেড়শো জন ছাত্রছাত্রী ট্রেনিং করে এবং আট জন ছাত্র ব্লাক বেল্টের পরীক্ষা দেয়। সিহান মনোরঞ্জন বিশ্বাস বলেন, দীর্ঘদিন লকডাউনের ফলে ছাত্রছাত্রীরা গৃহবন্দী অবস্থায় ছিল। ক্যারাটের মাধ্যমে শরীর চর্চার আলাদা গুরুত্ব আছে। ছাত্রছাত্রীরা আজ মাঠে ফিরতে পেরে খুব খুশি। 


বর্ধমান অ্যাকাডেমি অফ মার্শাল আর্টের প্রশিক্ষক সেনসাই দেবব্রত মন্ডল জানান, আজ দেড়শো জন ছাত্রছাত্রী ট্রেনিং নিয়েছে, একইসাথে এখানে ব্লাক বেল্টের পরীক্ষা হল। ছাত্রছাত্রীদের স্বার্থে আগামী দিনে আরও বড় ক্যাম্পের আয়োজন বর্ধমানে করা হবে। সিহান মনোরঞ্জন বিশ্বাস, প্রশিক্ষক দেবব্রত মন্ডল ছাড়াও এই ক্যাম্পে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক সেখ মুন্না, অভিষেক দে, নিরঞ্জন সাউ প্রমুখ।