মুরলীধরনকে টপকে নতুন বিশ্বরেকর্ড অশ্বিনের, বিরল কৃতিত্বের  অধিকারী  সিরাজ



বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে অজিঙ্কা রাহানের ভারতীয় দল। পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে গিয়েছেন বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন জিঙ্কস। চার ম্যাচের সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি এক অনন্য রেকর্ড গড়ে ফেলেছেন দ্বিতীয় ম্যাচে জয়ের অন্যতম কান্ডারি রবিচন্দ্রন অশ্বিন। গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশিবার বাঁহাতি ব্যাটসম্যানদের আউট করার বিশ্বরেকর্ড এখন তাঁর দখলে।



অস্ট্রেলিয়া বিরুদ্ধে জশ হ্যাজেলউডকে বোল্ড করার পরই মুরলীধরনকে টপকে নয়া বিশ্বরেকর্ডের মালিক হয়ে যান অশ্বিন। বাঁ হাতি ব্যাটসম্যান হিসেবে হ্যাজেলউড অশ্বিনের ১৯২ তম শিকার। সদ্য রেকর্ড হাতছাড়া হওয়া মুরলীধরনের শিকার ১৯১ জন বাঁ হাতি। তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তাঁর দখলে ১৮৬ জন বাঁহাতি ব্যাটসম্যানের উইকেট। বাঁ হাতিদের আউট করার তালিকায় তৃতীয় বোলার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (১৮৬)। এর পরে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা (১৭২) এবং শেন ওয়ার্ন (১৭২)। ভারতের প্রাক্তন বোলার তথা অধিনায়ক অনিল কুম্বলে ১৬৭ শিকার নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে।


অশ্বিনের পাশাপাশি অভিষেক ম্যাচে ৫টি উইকেট নিয়ে বিরল নজির গড়েছেন মহম্মদ সিরাজও। শেষ পাঁচ দশকে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে ৫ বা তাঁর বেশি উইকেট পেয়েছেন মাত্র ৪ জন বোলার। শেষবার ২০০৪ সালে লাসিথ মালিঙ্গা অভিষেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেট পেয়েছিলেন। সেই তালিকায় নিজের নাম লেখালেন ভারতীয় এই তরুণ।