সুচেতনার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির


সুচেতনার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির 

অরবিন্দ শর্মা, বাসন্তিরহাটঃ 

সুচেতনা একটি সমাজসেবামূলক সংস্থার উদ্যোগে কোচবিহার পাটি শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যস্থাপনায় ও কোচবিহার জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় বাসন্তীরহাট কুমুদিনী উচ্চবিদ্যালয়ের মাঠে বিনামূল্যে এক দিনের চক্ষু পরীক্ষা শিবিরের ও চসমা বিতরণের আয়োজন করা হয়। 

এদিন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বুড়িরহাট ২ নং অঞ্চলের প্রধান শ্রী সুশান্ত বর্মণ। উপস্থিত ছিলেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ড. পি কে দত্ত, বিশিষ্ট সমাজসেবী মনোরঞ্জন সরকার, শিক্ষক রাজীব রায়, সমাজ সেবী  দীপক বর্মন,রোহিত ইসলাম প্রমূখ। 


প্রধান শ্রী সুশান্ত বর্মণ বলেন- " বর্তমান সময়ে যুবক থেকে বয়স্ক সকলের মধ্যে সুচেতনতার প্রয়োজন। এভাবেই সকলে মিলে সুস্থ সুন্দর একটা সমাজ আমরা গড়তে পারি।"

সুচেতনা'র সম্পাদক বাবলা বর্মণ জানিয়েছেন- " সমাজে ভালো কাজ করে যাবার অঙ্গীকার করেছি আমরা, সেই লক্ষ্যে অবিচল থেকে কাজ করে যাবো। এর আগেও আমরা এ ধরনের কাজ একাধিক বার করেছি। আজ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করতে পেরেছি  কোচবিহার পাটি শিল্প ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যস্থাপনায় ও কোচবিহার জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় ।" 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ