জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষক দের
কাজল দে, সংবাদ একলব্যঃ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষক দের। CPIM-এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার ডাকে এদিন জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ দেখান তারা। CPIM পার্টি কার্যালয়ের সামনে থেকে মিছিল করে গোটা শহর পরিক্রমা করে ধূপগুড়ি বাস স্ট্যান্ডে এসে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এদিন মিছিলে নেতৃত্ব দেন ধূপগুড়ি প্রাক্তন সি পি আই এম বিধায়ক মমতা রায়, সি আই টি ইউ রাজ্য নেতা জিয়াউল আলম, কৃষক সভার নেতা প্রান গোপাল ভাওয়াল প্রমুখ। জাতীয় সড়ক অবরোধের জেরে ব্যাপক যানযট তৈরী হয় শহরে ।
এদিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষকদের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। বামপন্থীরা কৃষক দের আন্দোলন কে সমর্থ জানিয়েছেন আগেই এবার কৃষক দের শান্তি পূর্ন আন্দোলনের উপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। এদিকে পূর্ব ঘোষিত এই কর্মসূচি শুরুর কিছুক্ষণের মধ্যেই ধূপগুড়ি থানার পুলিশ পৌছে সেই অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে আন্দোলন কারিদের ধস্তাধস্তি বেধে যায় যায়। যার ফলে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
সারাভারত কৃষক সভার জেলা কমিটির সদস্য প্রানগোপাল ভাওয়াল বলেন, "কেন্দ্রীয় সরাকের কৃষি আইন বাতিল, কৃষক দের উপর পুলিশি নির্যাতন এর বিরুদ্ধে এবং আগামি ৮ তারিখ সারা ভারত বন্ধের সমর্থনে এই পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। আইন বাতিল না করলে এই আন্দোলন আরো বৃহত্তর হবে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊